বাংলাহান্ট ডেস্ক : এই গরমে শীতল ছোঁয়া পেতে দিঘার (Digha) মত সমুদ্র সৈকত ভুলে সবাই ছুটছেন পাহাড়। গরম বাড়ার সাথে সাথেই পর্যটক সংখ্যা বাড়ছে পাহাড়ে। পাহাড়ের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট গ্রামগুলি এবার জনপ্রিয় হতে শুরু করেছে। এই গ্রামগুলিতে ভিড় যেমন কম, তেমনই খরচাও পকেট ফ্রেন্ডলি।
পর্যটকদের কাছে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে দার্জিলিং ও কালিম্পংয়ের প্রত্যন্ত এলাকাগুলি। আজ আমরা আপনাকে এমনই একটি জায়গা সম্বন্ধে বলতে চলেছি। আজ আমরা আপনাদের জানাবো মানজিং (Manjing) সম্বন্ধে। ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন শান্ত এই জায়গা থেকে। এই জায়গার শান্ত পরিবেশ আপনার মনকে প্রশান্তি দেবে।
মানজিং কালিম্পং জেলার গরুবাথান ব্লকে এক প্রত্যন্ত পাহাড়ি গ্রাম। ডুয়ার্স হয়ে আপনারা এই জায়গায় যেতে পারেন। ওদলাবাড়ি থেকে সোজা উত্তর অভিমুখে রাজ্য সড়ক ধরে এগোলে পড়বে মানাবাড়ি চা বাগান। সেই জায়গায় পেয়ে যাবেন একাধিক চা বাগান। এই চা বাগান থেকে একটু উপরে উঠলে মানজিং।
এই জায়গার নির্জনতা আপনার মনকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। গ্রাম ঘুরে দেখার সময় আপনার দেখা মিলতে বহু নাম না জানার পাখির। যেমন সুন্দর, তেমনই শান্ত এখানকার পরিবেশ। পাহাড়ি নৈসর্গিক সুন্দর এই গ্রামের পাহাড়ের একদিকে যখন রোদ অন্যদিকে তখন মেঘে। সহজ কথায় ‘পিকচার পারফেক্ট ডেস্টিনেশন’ বলে যাকে।
পাহাড় থেকে চার হাজার পাঁচশ ফুট উপরে অবস্থিত এই গ্রামে প্রায় এক হাজার জন মানুষ বাস করেন। ছবির মত সুন্দর ও শান্ত এই গ্রামটিতে আপনি কয়েকদিনের জন্য ঘুরে আসতে পারেন। এই জায়গায় বর্তমানে বেশ কিছু হোমস্টে গড়ে উঠেছে। এই গ্রামটিতে রয়েছে একটি শিব মন্দির। এই শিব মন্দিরে বসে নিজের মতো করে কাটাতে পারেন কিছু সময়।