সরকারি কর্মচারীদের জন্য সুখবর! এই দিন থেকেই ফের বাড়তে চলেছে DA, এতটা বাড়বে বেতন

বাংলা হান্ট ডেস্ক: এবার সরকারি কর্মচারীদের জন্য বড়সড় তথ্য সামনে এল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, কেন্দ্রীয় সরকার শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য DA (Dearness Allowance) এবং DR (Dearness Relief) বৃদ্ধি করবে। উল্লেখ্য যে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার নির্দিষ্ট সময় অন্তর অন্তর মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। সাধারণত প্রতি বছরের জানুয়ারি এবং জুলাই মাসে এগুলিকে সংশোধন করা হয়। এদিকে, সরকার সম্প্রতি ৪ শতাংশ DA বাড়িয়েছে। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এমতাবস্থায়, জানা গিয়েছে আগামী ১ জুলাই থেকে ফের DA বৃদ্ধি করা হতে পারে।

ফেব্রুয়ারিতে কমলেও মার্চে বৃদ্ধি পেয়েছে AICPI ইনডেক্স: উল্লেখ্য যে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA-র গণনা CPI-IW ইনডেক্সের ভিত্তিতে করা হয়। শ্রম মন্ত্রকের একটি শাখা লেবার ব্যুরো, প্রতি মাসে CPI-IW ডেটা জারি করে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা একটি নির্দিষ্ট ফর্মুলার মাধ্যমে এই ইনডেক্সের ভিত্তিতে নির্ধারণ করা হয়।

ইতিমধ্যেই গত ২৮ এপ্রিল মার্চ মাসের AICPI ইনডেক্সের (All-India Consumer Price Index) তথ্য প্রকাশ পেয়েছে। ফেব্রুয়ারিতে এটি কমে গেলেও মার্চ এবং এপ্রিল মাসে ইনডেক্সে বৃদ্ধি ঘটেছে। যার ফলে অনুমান করা হচ্ছে যে, আগামী ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়তে পারে।

DA বৃদ্ধি: জানিয়ে রাখি যে, বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ DA পাচ্ছেন। এমতাবস্থায়, জুলাই মাসে ফের ৪ শতাংশ বাড়তে পারে DA। মূলত, সরকারের তরফে এই সংক্রান্ত ঘোষণা সেপ্টেম্বর কিংবা অক্টোবরের মধ্যে করা হলেও এটি ১ জুলাই থেকে কার্যকর হয়ে যাবে বলে জানা গিয়েছে।

da hike

একলাফে অনেকটাই বাড়বে বেতন: এদিকে, এই DA বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যদি কোনো কর্মচারীর মূল বেতন ১৮,০০০ টাকা হয় সেক্ষেত্রে তার বেতন প্রতিমাসে ৭২০ টাকা বাড়বে। অর্থাৎ, বার্ষিক ভিত্তিতে বেতন বৃদ্ধি হবে ৮,৬৪০ টাকা। আবার, কোনো কর্মচারীর মূল বেতন যদি প্রতি মাসে ৫৬,৯০০ টাকা হয় সেক্ষেত্রে তাঁর বেতন মাসিক ২,২৭৬ টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ বার্ষিক ভিত্তিতে বেতন বাড়বে ২৭,৩১২ টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর