বাংলা হান্ট নিউজ ডেস্কঃ খারাপ সময় যেন কাটতেই চাইছে না রোহিত শর্মার (Rohit Sharma)। মাঝে দু একটি ভালো ইনিংস দেখে সকলে আশা করেছিলেন যে আবার নিজের পরিচিত ছন্দে ফিরছেন মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) অধিনায়ক। কিন্তু গত কয়েক ম্যাচ ধরে ধারাবাহিকভাবে ব্যর্থ তিনি। আজ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ২১৫ রানের লক্ষ তারা করতে নামা মুম্বাইয়ের প্রয়োজন ছিল একটি দুর্দান্ত ওপেনিং পার্টনারশিপ। কিন্তু দলকে সেটা দিতে ব্যর্থ হয়েছেন রোহিত।
গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্স জয় পেলেও মাত্র তিন রান করেছিলেন রোহিত শর্মা। এই ম্যাচে দীর্ঘদিন ধরে আইপিএলে ম্যাচে প্র্যাকটিসে না থাকা ঋষি ধাওয়ানকে নিজের উইকেট উপহার দিয়ে এসেছেন রোহিত। তার ব্যাট থেকে কোনও রানই আসেনি। এটি ছিল আইপিএলে তার ১৫ তম ম্যাচ যেখানে তিনি শূন্যতে আউট হয়েছেন। আইপিএলের ইতিহাসে এটি সর্বোচ্চ। যদিও তার আউট হওয়ার পর ঈশান কিষান দুর্দান্ত ব্যাটিং করছেন।
অপরদিকে অসাধারণ ব্যাটিং করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ২ মিডল অর্ডার ব্যাটার। ইংল্যান্ডের তারকা লিয়াম লিভিংস্টোন এবং তরুণ ভারতীয় প্রতিভাবান ক্রিকেটার জিতেশ শর্মা আজ ডেথ ওভার গুলিতে রীতিমতো ধ্বংস করে দিয়েছেন মুম্বাইয়ের বোলিংকে। শেষ ৪ ওভারে তারা ৬২ রান তুলেছেন।
লিয়াম লিভিংস্টোন আজ মাত্র ৪২ বলে সাতটি চার এবং চারটি ছক্কা সহ ৮২ রানের একটি দৃষ্টিনন্দন ইনিংস খেলেছেন। একদম শেষ দিকে রীতিমত ধ্বংসলীলায় মেতে ছিলেন তিনি। জিতেশ আসার পর থেকেই ছিলেন আগ্রাসী মেজাজে। যতক্ষণ না লিয়াম লিভিংস্টোন আক্রমণ শুরু করেছেন ততক্ষণ তিনি আগ্রাসনের পন্থা বেছে নিয়েছিলেন। ২৭ বলে ৪৯ রান করে অপরাজিতা থাকেন তিনি।
তারা কতটা আগ্রাসী ছিলেন সেটা একটা তথ্য দিলেই পরিষ্কার হয়ে যাবে। মুম্বাইয়ের তারকা বোলার জোফরা আর্চার আজ নিজের ৪ ওভারে ৫৬ রান দিয়েছেন এবং তার বেশিরভাগটাই এদের দুজনের ব্যাটিংয়ের সময়। এই নিয়ে পরপর চার ম্যাচে ২০০ রানের গন্ডি অতিক্রম করেছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন পাঞ্জাব। আইপিএলের ইতিহাসে এমন কীর্তি আগে কোনও দল করে দেখাতে পারেনি।