বাংলা হান্ট নিউজ ডেস্কঃ লড়াই ছিল এএফসি কাপের (AFC Cup) প্রাথমিক পর্বের যোগ্যতা অর্জনের। প্রতিপক্ষ ছিল সেই হায়দরাবাদ এফসি (Hyderabad FC)। আইএসএলে এই দলের সঙ্গে মোট চার বার সাক্ষাৎ হয়েছে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। প্রথম সাক্ষাতে ঘরের মাঠে জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। দ্বিতীয় সাক্ষাতে নিজেদের ঘরের মাঠে জয় পেয়েছিল হায়দরাবাদ। এরপর আইএসএলের নকআউট পর্বে ২ লেগ মিলেও তাদের মধ্যে জয়ের মীমাংসা না হওয়ার ম্যাচ করিয়েছিল পেনাল্টি শুট আউট অবধি।
সেবার ৪-৩ ফলে টাইব্রেকার জিতে আইএসএলের ফাইনালে পৌঁছেছিল সবুজ মেরুন শিবির। সুপার কাপে এটিকে মোহনবাগান নিজেদের ভালো ছন্দ ধরে রাখতে পারেনি। তাই আজ যখনই এএফসি কাফের যোগ্যতা অর্জনের জন্য দুই দল মুখোমুখি হয়েছিল তখন অনেকে হায়দরাবাদকেই ফেভারিট হিসেবে ধরেছিলেন। কিন্তু তাদের ভুল প্রমাণ করলো জুয়ান ফেরান্দোর দল।
আজও টাইব্রেকারে কোঝিকোড়ের ইএমএস স্টেডিয়ামে ম্যাচ জিতে নিজেদের পথের কাঁটা সরিয়ে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করে নিলে সবুজ ময়দান শিবির। টাইব্রেকারে তারা জিতলো ৩-১ ফলে। অবশ্য আজকের ম্যাচ আইএসএলের মতো গোলশূন্য থাকেনি।
গোটা আইএসএলে সবুজ মেরুন জার্সিতে দুর্দান্ত ফুটবল খেলেছেন হুগো বুমো ও দিমিত্রি পেট্রাটোস। আজও তাদের যুগলবন্দিতে ভর করে ২০ মিনিট নাগাদ এগিয়ে যায় এটিকে মোহনবাগান। গোল করেন দিমিত্রি পেট্রাটোস। কিন্তু হাফ টাইম হওয়ার আগেই জোয়েল সিয়েনিজে গোল শোধ করেন হায়দরাবাদের হয়ে। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। কিন্তু সেখানেও মীমাংসা না হওয়ায় টাইব্রেকারের শরণাপন্ন হতে হয় দুই দলকে।
সেটি শুরু হওয়ার আগে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেন হায়দরাবাদ কোচ মানোলো মার্কুয়েজ। এটি ছিল এই দলের দায়িত্বে তার শেষ ম্যাচ। কিন্তু শেষ ম্যাচে টাইব্রেকারে হার স্বীকার করেই তাকে দল ছাড়তে হলো।