বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রোহিত শর্মা ব্যর্থ হলেও জয় পেতে কোনো রকম অসুবিধা হলো না মুম্বাই ইন্ডিয়ান্সের। রাজস্থানের পর পাঞ্জাব, পরপর দুই ম্যাচে ২০০-র বেশি রান তাড়া করে জিতলেন সূর্যকুমার যাদবরা। লিয়াম লিভিংস্টোনের আগ্রাসে ব্যাটিংয়ে ভর করে ২১৪ রানের টার্গেট তুলেছিল পাঞ্জাব কিংস। অসাধারণ ব্যাটিং করে স্কাই, ঈশান কিষান, টিম ডেভিড, তিলক ভার্মারা এক ওভার বাকি থাকতেই দলকে জয় এনে দিলেন। আইপিএলের ইতিহাসে এই প্রথমবার প্রথম ওভারেই কোনও উইকেট হারিয়ে এত বড় টার্গেট তাড়া করে জিতলো কোনও দল। ম্যাচ হেরে অত্যন্ত হতাশ শিখর ধাওয়ানের পাঞ্জাব কিংস।
আজ টস হারার অসাধারণ ব্যাটিং করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ২ মিডল অর্ডার ব্যাটার। ইংল্যান্ডের তারকা লিয়াম লিভিংস্টোন এবং তরুণ ভারতীয় প্রতিভাবান ক্রিকেটার জিতেশ শর্মা আজ ডেথ ওভার গুলিতে রীতিমতো ধ্বংস করে দিয়েছেন মুম্বাইয়ের বোলিংকে। শেষ ৪ ওভারে তারা ৬২ রান তুলেছেন।
জোফ্রা আর্চারকে পুরোপুরি অসহায় দেখিয়েছিল দুই তারকার আক্রমণের সামনে। তিনি নিজের ৪ ওভারে ৫৬ রান বিলিয়েছিলেন। লিভিংস্টোন ৮২* এবং জিতেশ ৪৯* রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে তার মধ্যেও মুম্বাইয়ের তারকা এবং অভিজ্ঞ স্পিনার পীযূষ চাওলা নিজের ৪ ওভারে কৃপণ বোলিং করে মাত্র ২৯ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছিলেন।
রান তাড়া করতে নামার পর পাওয়ার প্লে-তেই রোহিত শর্মা এবং ক্যামেরন গ্রিনকে হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল মুম্বাই। কিন্তু সূর্যকুমার যাদব এবং ঈশান কিষান মিলে পাল্টা আক্রমণ করে পাঞ্জাবের প্রত্যেক বোলারকে চাপে ফেলে দেন। স্কাই ৩১ বলে ৬৬ এবং ঈশান ৪১ বলে ৭৫ রানের অসাধারণ ইনিংস খেলেন। তারা আউট হওয়ার পর বাকি কাজটুকু সম্পূর্ণ করে দেন তিলক ভার্মা (২৬*) এবং টিম ডেভিড (১৯*)। ৭ বল বাকি থাকতেই ম্যাচের দীর্ঘতম ছক্কা মেরে মুম্বাইকে নিজেদের পঞ্চম জয় এনে দেন তিলক।