বাংলাহান্ট ডেস্ক : রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এক বর্ষীয়ান শিক্ষককে (Ex Teacher) হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বর্তমানে নেট মাধ্যমে ভাইরাল হয়েছে সেই হুমকি ও গালাগালির অডিও ক্লিপ। সেই ক্লিপে শোনা যাচ্ছে তৃণমূল পঞ্চায়েত প্রধান ওই শিক্ষককে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। স্থানীয় সূত্রে খবর, অশান্তির সূত্রপাত জমি দখলকে কেন্দ্র করে।
রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আতাউর রহমান মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগরের বাসিন্দা। মালিবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গির আলমের বিরুদ্ধে এই শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ডোমকলের ভবতরণ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আতাউর রহমান। শিক্ষকের পরিবারের অভিযোগ, হুমকি শুধু নয়, মিথ্যা মামলায় ফাঁসিয়ে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে রানিনগর থানায়।
নেট মাধ্যমে যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তাতে জাহাঙ্গির আলমকে বলতে শোনা যাচ্ছে, “আপনি নোংরামি করছেন এলাকায়। দরকার নেই আপনার মতো শিক্ষিত লোকের। আপনি ডোমকলে চুপচাপ চলে যান। এই কথা আমি আপনাকে প্রধান হিসেবে বলছি।” এরপর থেকেই রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান এই শিক্ষক ৭ দিন ঘর ছাড়া। অভিযোগ শিক্ষকের জমি দখল করেন পঞ্চায়েত প্রধানের অনুগামীরা।
প্রতিবাদ করায় শিক্ষককে নিয়মিত হুমকি দেওয়া হতো। পঞ্চায়েত প্রধানের সেই অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। যদিও তৃণমূল (Trinamool Congress) পঞ্চায়েত প্রধান দাবি করেছেন যে অডিও ক্লিপে যার গলা শোনা যাচ্ছে সেটি তার নয়। পাল্টা যুক্তি দিয়ে পঞ্চায়েত প্রধান দাবি করেছেন, শিক্ষক এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন। তাই তাকে চলে যেতে বলা হয়েছে।