ইংরেজি থেকে বাংলা করে নতুন গান! ২২ বছর পর ধরা ‘চুরি’ ধরা পড়ল রূপমের

বাংলাহান্ট ডেস্ক: বাংলার তরুণ প্রজন্মের কাছে ‘রকস্টার’ বলতে সবার আগে উঠে আসে একটাই নাম, রূপম ইসলাম (Rupam Islam)। একটা গোটা প্রজন্মকে বাংলা রক সঙ্গীতের সঙ্গে পরিচয় করিয়েছেন তিনি। সেই সঙ্গে বাংলা রক গানকে নতুন দিশা দেখিয়েছেন রূপম। ‘ফসিলস’ এর জনপ্রিয়তা সঙ্গীতপ্রেমী না হলেও জানা অস্বাভাবিক নয়।

যে রূপম ইসলাম বলতে মানুষ পাগল, এবার তাঁর বিরুদ্ধেই উঠল গান ‘চুরি’র অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় প্রমাণ সমেত একটি পোস্ট করে এক ব্যক্তি দাবি করেছেন, ‘এই একলা ঘর আমার দেশ’ গানটি নাকি আসলে চুরি করা। একটি ইংরেজি গানের স্রেফ বঙ্গানুবাদ করে গান বানিয়ে দিয়েছেন রূপম!

rupam

দীর্ঘ সঙ্গীত কেরিয়ারে বহু সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি। ‘একলা ঘর আমার দেশ’ গানটিও ফসিলস এর জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম। প্রতিটি কনসার্টেই রূপমের গানের তালিকায় থাকে ‘একলা ঘর’। আর নয়তো অবধারিতভাবে গানটি গাওয়ার আবদার আসে শ্রোতাদের থেকে। কিন্তু এই গানটিই নাকি অন্য জায়গা থেকে ‘টোকা’ এমনই অভিযোগ উঠল রূপমের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়ায় জনৈক নেটনাগরিকের দাবি, ব্রিটিশ গায়ক তথা গীতিকার ক্রিস ডে বুর্গের ‘আই অ্যাম নট ক্রাইং ওভার ইউ’ গানটি থেকে টোকা রূপমের একলা ঘর। কার্যত ইংরেজি গানটি বাংলায় অনুবাদ করে নতুন গান বানিয়েছেন রূপম। ইংরেজি গানটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। আর রূপমের গান মুক্তি পায় ২০০১ সালে। পোস্টে দুটি গানের লিরিক্সের স্ক্রিনশট দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে, ক্রিসের গানের প্রতিটি লাইনের বঙ্গানুবাদ করলেই তৈরি হয়ে যাচ্ছে ‘একলা ঘর’। তবে দুটি গানের সুরে কোথাও মিল নেই।

img 0156

পোস্টের ক্যাপশনে কটাক্ষ করে লেখা, ‘একটু বলে কয়ে তো চুরি করতে পারেন!!!? এইভাবে বাচ্চা ছেলেপুলেকে চার অক্ষরের বোকা বানানোর কোনো মানে হয়’! কমেন্ট বক্সেও কটাক্ষের ঢেউ। কেউ কেউ লিখছেন, এতদিন ধরে বোকা বানানো হল! আবার কারোর কটাক্ষ, প্ল্যাগারিজম প্রো ম্যাক্স আলট্রা। এমনকি রূপম ইসলামের বদলে রূপম ‘ঝাঁপলাম’ বলেও চলছে ট্রোলিং। তবে এখনো পর্যন্ত অভিযোগের কোনো উত্তর দেননি সঙ্গীতশিল্পী।


Niranjana Nag

সম্পর্কিত খবর