সচিনের জন্য অধিনায়ক হতে পারেননি ভারতীয় দলের! কোনওদিনও ভুলতে পারবেন না যুবরাজ সিং  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলকে (Team India) ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2007) এবং ২৮ বছরের খরা কাটিয়ে ২০১১ সালের ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup 2011) জেতাতে যুবরাজ সিং (Yuvraj Singh) বড় ভূমিকা পালন করেছেন। যুবরাজ সিংয়ের কেরিয়ার অত্যন্ত বর্ণময় এবং এমন কোনও ট্রফি নেই যা তিনি জেতেননি। কিন্তু সচিন টেন্ডুলকারের (Sachin Tendulkar) জন্য নেওয়া একটা সিদ্ধান্ত যা তার পক্ষে যায়নি, সেই নিয়ে সারা জীবন আফসোস থেকে যাবে এই ভারতীয় তারকার।

যুবরাজ সিংকে একসময় ব্যাট হাতে তার অসাধারণ ফর্মের কারণে ভারতীয় দলের অধিনায়কত্বের সবচেয়ে বড় দাবিদার হিসাবে বিবেচনা করা হয়েছিল। যুবরাজ সিং নিজেই একবার একটি চমকপ্রদভাবে জানিয়েছিলেন যে কীভাবে মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকারের একটি বক্তব্য তার অধিনায়ক হওয়ার সুযোগ কেড়ে নিয়েছিল।

গত বছর, একটি সাক্ষাৎকারে যুবরাজ সিং, আরেক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকরের সামনে অধিনায়কত্ব না পাওয়ার মূল কারণটি প্রকাশ করেছিলেন। যুবরাজ সিং বলেছিলেন যে গ্রেগ চ্যাপেল বিতর্কে সচিন টেন্ডুলকারকে সমর্থন করার কারণে তিনি ভারতীয় দলের অধিনায়কত্ব হাতে পাননি। বিসিসিআইয়ের কিছু কর্মকর্তা যুবরাজ সিংয়ের এই বিষয়টি পছন্দ করেননি এবং এর পাশাপাশি তাকে দলের সহ-অধিনায়কত্বও পদ থেকেও সরিয়ে ফেলা হয়েছিল।

dhoni sachin yuvraj

যুবরাজ সিং এই ব্যাপারে মন্তব্য করেছেন, ‘আমি অধিনায়ক হতে চেয়েছিলাম। তখন গ্রেগ চ্যাপেল এবং সচিন টেন্ডুলকারের মধ্যে বিরোধ হয়েছিল এবং আমি সচিনকে সমর্থন করেছি। বিসিসিআইয়ের কিছু কর্মকর্তা এই বিষয়টি পছন্দ করেননি। আমি শুনেছি তারা অন্য যে কাউকে অধিনায়ক করতে প্রস্তুত ছিল, কিন্তু আমাকে নয়। ২০০৭ সালের ইংল্যান্ড সফরে বীরেন্দ্র সেওবাগের মতো সিনিয়র খেলোয়াড় দলে ছিলেন না। সেই সময়ে আমি ওডিআই দলের সহ-অধিনায়ক ছিলাম এবং রাহুল দ্রাবিড় ছিলেন অধিনায়ক। ওডিআই দলের সহ-অধিনায়ক হওয়ার কারণে আমার মনে হয়েছিল যে পরে আমিই অধিনায়ক হব।”

যুবরাজ সিং আরও বলেন যে এই সিদ্ধান্ত তার বিরুদ্ধে গেলেও তিনি এতে দুঃখিত নন। আজও যদি এমন অবস্থা হতো, তাহলেও তিনি তার দলের সিনিয়র খেলোয়াড়ের পাশে দাঁড়াতেন। অনেকে এটাও মনে করেন যে যুবরাজের অধিনায়ক হওয়ার সুযোগ নেই সেটা বুঝতে পেরেই নির্বাচকদের ধনী কে অধিনায়ক করে দেখার একটা সুযোগ নিতে বলেছিলেন। এই নিয়ে তার খুব বেশি আফসোস থাকারও কথা নয়। কারণ তিনি অধিনায়ক না হলেও তিনি ছিলেন অধিনায়ক ধোনির হাতের সবচেয়ে বড় অস্ত্র।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর