এবার Jio লঞ্চ করল JioDive! নামমাত্র খরচেই ১০০ ইঞ্চি স্ক্রিনে মিলবে ভার্চুয়াল রিয়েলিটির অনুভূতি

বাংলা হান্ট ডেস্ক: এবার গ্রাহকদের জন্য নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করল Reliance Jio। যেটি হল ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট অর্থাৎ VR হেডসেট। পাশাপাশি, নতুন ওই ডিভাইসের নাম দেওয়া হয়েছে JioDive। যেটিতে দুর্দান্ত সব ফিচার্স উপলব্ধ রয়েছে। মূলত, Jio বর্তমানে IPL ম্যাচের কথা মাথায় রেখেই ক্রিকেটপ্রেমীদের জন্য এই প্রোডাক্টটি সামনে এনেছে।

শুধু তাই নয়, যাঁরা JioCinema অ্যাপে IPL ম্যাচ দেখেন তাঁরা এই VR হেডসেট ব্যবহার করে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে পারেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই ডিভাইসে রয়েছে ১০০ ইঞ্চির ভার্চুয়াল স্ক্রিন এবং ৩৬০ ডিগ্রি ভিউ অপশান। এমতাবস্থায়, এই ডিভাইসটি Jio ব্যবহারকারীদের জন্য এক্সক্লুসিভ লঞ্চ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

দাম: এবারে আসি এই দুর্দান্ত VR হেডসেটের দামের প্রসঙ্গে। জানা গিয়েছে, এই ডিভাইসের দাম হল মাত্র ১,২৯৯ টাকা। এটি আপনি JioMart-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন। পাশাপাশি, বর্তমানে এটিতে অফারও উপলব্ধ রয়েছে। মূলত, JioMart-এ উপস্থিত এই হেডসেটটিতে ৫০০ টাকার ক্যাশবব্যাকও পাওয়া যাবে। পেটিএম ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করলে এই ক্যাশব্যাক মিলবে।

রয়েছে দুর্দান্ত ফিচার্স: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ডিভাইসে আপনি ৪.৭ ইঞ্চি থেকে ৬.৭ ইঞ্চির স্ক্রিনযুক্ত ফোন ব্যবহার করতে পারবেন। এটিতে একটি Gyroscope এবং Accelerometer রয়েছে। যেটি VR এক্সপিরিয়েন্সকে আরও সুন্দর করে তোলে।

whatsapp image 2023 05 05 at 1.30.29 pm

কিভাবে করবে কাজ: ইতিমধ্যেই সংস্থার তরফে জানা গিয়েছে যে, এই প্রোডাক্টটি হল নন-রিফান্ডেবল। JioDive, Android 9+ এবং iOS 15+ সাপোর্ট করে। এটিকে ব্যবহার করার জন্য আপনাকে JioImmerse অ্যাপ ইন্সটল করতে হবে। এরপরে সমস্ত পারমিশন দেওয়ার পরে আপনাকে JioDive সিলেক্ট করতে হবে এবং তারপরে ওয়াচ অন JioDive-এ ট্যাপ করতে হবে। এরপরেই আপনি ফোনটিকে VR সেটে রেখে সেট করতে পারবেন। এমতাবস্থায়, আপনাকে একটি হেডসেট পরতে হবে এবং সেটিকে আপনি নিজের মত করে সেট করে নিতে পারেন। পাশাপাশি, এটিতে থাকা সেন্টার এবং সাইড হুইল ব্যবহার করে পিকচার কোয়ালিটিও অ্যাডজাস্ট করতে পারবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর