‘৩ বার টেট পাশ করেও চাকরি পায়নি স্ত্রী…’, ক্ষোভে যা বললেন অভিষেক ঘনিষ্ঠ জয়দীপ, শোরগোল তুঙ্গে

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে তোলপাড় রাজ্য। একের পর এক তৃণমূল নেতা মন্ত্রী তদন্তকারীদের আতস কাঁচের তলায়। গ্রেফতারও হয়েছেন বহুজনা। এরই মধ্যে গতকাল ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (Trinamool Councilor) জয়দীপ দাসের (Jaydip Das) বাড়িতে হানা দেয় সিবিআই। রাজনীতির ময়দানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত তিনি। বৃহস্পতিবার টানা সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর সাংবাদিক মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেন জয়দীপবাবু।

ঠিক কী বললেন শাসকদলের কাউন্সিলর? তৃণমূল নেতার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ঘনিষ্ঠ বলে কেন্দ্রীয় সংস্থা তার বাড়িতে হানা দিয়েছে। তিনি বলেন, “বিশেষ কারোর অঙ্গুলিহেলনেই এই তল্লাশি।” নিয়োগ দুর্নীতিতে নাম উঠে আসায় তার দাবি, “আমার স্ত্রী তিন বার টেট পাশ করেছেন। দুবার আপার প্রাইমারি ও একবার এসএসসির (SSC) জন্য কিন্তু তাও চাকরি পাননি। তার প্যানেলে নাম থাকার সমস্ত কাগজ রয়েছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকলে স্ত্রীয়ের চাকরিটা কী হত না!”

তিনি আরও বলেন, ” মা মাটি সরকার কে বদনাম করার জন্য একটা চক্রান্ত ও প্রচেষ্টা চলছে। দল থেকে বিশেষ দায়িত্ব পাওয়ার পর এমনটা হচ্ছে ঠিক তা নয়, অনেক বছর ধরেই তারা স্ক্যানারে আছেন, কারণ তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করে। তাই সিবিআই আসতেই পারে,তল্লাশি করতেই পারে।”

cbi

বৃহস্পতিবার সকাল ১০ টার কিছু আগে কাউন্সিলরের বাড়িতে হানা দেয় সিবিআই তদন্তকারীদের দল। প্রসঙ্গত, হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একাধিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। সেই রকম একটি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলরের বাড়িতে হানা দেন তদন্তকারীরা।

জানা গিয়েছে তল্লাশির পর তার বাড়ি থেকে দুটি সিভি বাজেয়াপ্ত করে সিবিআই। পাশাপাশি কাউন্সিলর ও তার স্ত্রীর ফোনও তদন্ত করে দেখা হয়। জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তদন্তে সব রকম ভাবে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ব্যারাকপুরের তৃণমূল কাউন্সিলর জয়দীপ দাস।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর