জেলায় জেলায় রয়েছে বিপুল শূন্যপদ! এবার জারি হল ICDS কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্ক: এবার দেশজুড়ে হাজার হাজার শূন্যপদের পরিপ্রেক্ষিতে ICDS কর্মী নিয়োগের (ICDS Recruitment) বিষয়টি সামনে এসেছে। পাশাপাশি, এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মহিলা চাকরিপ্রার্থীদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ। এমতাবস্থায়, বর্তমান প্ৰতিবেদনে আজ আমরা এই শূন্যপদে আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে উপস্থাপিত করছি।

শূন্যপদের বিবরণ: এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, আপাতত অঙ্গনওয়াড়ি সুপারভাইজর, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেহেতু বিভিন্ন শূন্যপদের পরিপ্রেক্ষিতে এই নিয়োগ করা হবে সেক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও তারতম্য রয়েছে। অঙ্গনওয়াড়ি সুপারভাইজর পদের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত কলেজ থেকে যেকোনো শাখায় স্নাতক বা গ্র্যাজুয়েট হতে হবে। এদিকে, অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

এছাড়াও, অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ করতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উপরে উল্লিখিত সবকটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের অতিরিক্ত যোগ্যতা হিসাবে সোশ্যাল ওয়ার্ক সহ স্বাস্থ্য-শিক্ষা ও পুষ্টি সম্পর্কিত কাজের ওপর ন্যূনতম দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।

বয়সসীমা: প্রতিটি পদের ক্ষেত্রেই আবেদনে ইচ্ছুক প্রার্থীদের ন্যুনতম বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। যদিও, সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে নির্ধারিত ছাড় পাবেন ।

মাসিক বেতনের পরিমাণ: উল্লেখ্য যে, দেশের প্রত্যেক রাজ্যের জেলায় জেলায় এই নিয়োগ করা হবে। এমতাবস্থায়, যোগ্য প্রার্থীদের ভারত সরকারের নারী ও শিশু কল্যান মন্ত্রকের অধীনে ICDS প্রকল্পের আওতায় ২৫,০০০ থেকে ৩৫,০০০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্মীরা চিকিৎসা ও বীমা সহ সরকারি ছুটি এবং যাবতীয় সুযোগ-সুবিধাও পাবেন।

আবেদন পদ্ধতি: আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অনলাইন মারফত আবেদন করতে পারবেন। www.wcd.nic.in-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র পূরণ করা যাবে। আবেদন পত্রটি সাবমিট করে দেওয়ার পর সেটির একটি হার্ড কপি প্রমাণস্বরুপ নিজের কাছে রেখে দিতে হবে।

whatsapp image 2023 05 05 at 3.09.17 pm

প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদন করার সময়ে আবেদনকারীদের অবশ্যই যে ডকুমেন্টসগুলি থাকতে হবে সেগুলি হল: ভোটার কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ বাসস্থানের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র (যদি থাকে), সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতার সংশাপত্র, বয়সের প্রমাণপত্র এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর