দীঘায় এবার নতুন আকর্ষণ! পাড়ি জমাচ্ছেন বহু পর্যটকই, যাচ্ছেন তো আপনি?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : দীঘা (Digha) ভারতবর্ষের অন্যতম আকর্ষণীয় সমুদ্রতট। সারা বছর এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষেরা নিজেদের ছুটি কাটানোর জন্য বেছে নেন দিঘার সমুদ্র সৈকতকে। বিভিন্ন সময় দীঘার পর্যটকের সংখ্যা এতটাই বেড়ে যায় যে পর্যাপ্ত হোটেল পাওয়া যায় না।

পর্যটকদের কথা মাথায় রেখে পর্যটন দপ্তর একাধিক নতুন উদ্যোগ নিতে চলেছে। যে সকল পর্যটকেরা দীঘায় ঘুরতে যান অধিকাংশ সময় তারা সময় কাটান সমুদ্র তটে। আবার কখনো তারা সমুদ্রে ডুব দিয়ে উপভোগ করেন ছুটি। তবে এই একঘেয়েমি কাটাতে রাজ্যের বন দপ্তর বিশেষ উদ্যোগ নিল পর্যটকদের জন্য।

বনদপ্তরের উদ্যোগে দীঘায় নতুন একটি পার্ক তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের গাছ-গাছড়া, পাখি, প্রজাপতিদের নিয়ে। নিউ দিঘার যাত্রানালায় তৈরি করা হচ্ছে এই পার্কটি। এই পার্কের নাম দেওয়া হয়েছে ‘পায়ে পায়ে প্রকৃতি দর্শন’ (Nature trial)। বিভিন্ন প্রজাদের পাখি ও গাছ রয়েছে পূর্ব মেদিনীপুরে।

জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে খুব তাড়াতাড়ি সাধারণের জন্য খুলে দেওয়া হবে এই পার্কের দরজা। এবার সর্বসাধারণের কাছে প্রকৃতির সেই রূপ তুলে ধরার জন্য এই উদ্যোগ নিয়েছে বন দপ্তর। এই পার্কে রাখা হবে বিভিন্ন ধরনের পশু-পাখি, সাপ, গাছ পালা, কিছু মডেল।

digha 16832062623x2

সেইসব গাছ ও পাখি অনেকের কাছেই অচেনা। প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই পার্কটি খোলা থাকবে। আপাতত প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা ও শিশুদের জন্য ১৫ টাকা টিকিট রাখা হয়েছে। বেশ কিছু ঝাউ বনের আবহে তৈরি হবে এই পার্ক। নতুন এই পার্কে ঘিরে ইতিমধ্যেই কৌতুহলী হয়ে পড়েছেন বঙ্গবাসী।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X