বাংলাহান্ট ডেস্ক : তিনি নেই। অথচ থেকে গেছে তাঁর হাজার হাজার ভক্ত। প্রিয় অভিনেতার স্মৃতিকে আঁকড়ে ধরেই রয়েছেন সকলেই। আজও বিভিন্ন ফ্যান পেজ থেকে পোস্ট করা হয় সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) -এর ছবি। ২০২০ সালের ১৪ই জুন বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হয়েছিল অভিনেতার ঝুলন্ত দেহ। আজও তার মৃত্যু তদন্তের চার্জশিট জমা পড়েনি। হয়নি রহস্যের উন্মোচন। আর এবার বিটাউনের (Bollywood) জনপ্রিয় এই অভিনেতার স্মৃতিকে সঙ্গে নিয়েই ফের বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি।
চলতি মাসের ১২ তারিখ গোটা দেশ জুড়ে মুক্তি পাবে ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’। কেবলমাত্র হিন্দি ভাষা নয়। সুশান্ত সিং রাজপুত অভিনীত এই ছবি এবার মুক্তি পেতে চলেছে তেলেগু এবং তামিল ভাষাতেও। এই খবর প্রকাশ্যে আসতেই আনন্দে মেতেছেন অভিনেতার ভক্তরা।
বর্তমানে দেশ জুড়ে চলছে আইপিএল। মাঠে ম্যাজিক দেখাচ্ছেন ধোনি। আর তারই মাঝে এবার ফের একবার বড় পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর বায়োপিক। এ যেন ডবল ধামাকা। একদিকে জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং এর স্মৃতি আর অন্যদিকে ধোনির ম্যাজিক। বলা বাহুল্য, এই ছবি আবারও ঝড় তুলতে চলেছে বক্স অফিসে।
সালটা ২০১৬। বড় পর্দায় মুক্তি পেয়েছিল নীরজ পাণ্ডের পরিচালিত ছবি ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’। ধোনির বায়োপিকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। আরও একবার বক্স অফিসে ফিরতে চলেছে সেই ম্যাজিক। জানা যাচ্ছে দেশের প্রায় সব মাল্টিপেক্সেই মুক্তি পাবে এই ছবি।
কেবলমাত্র ধোনির মাঠের ম্যাজিক নয়। তাঁর ব্যক্তিগত জীবন কাহিনী উঠে এসেছে এই ছবিতে। ধোনির ম্যানারিজম থেকে তাঁর হেলিকপ্টার শট নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন সুশান্ত। যদিও ধোনি হয়ে ওঠার জন্য কড়া প্রশিক্ষণ নিয়েছিলেন অভিনেতা।
View this post on Instagram
তাঁর অভিনীত ছবি ‘দিল বেচারা’ মুক্তি পায়নি বড়পর্দায়। সেই আক্ষেপ থেকে গেছিল ভক্তদের মনে। তবে এবার ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি ‘ পুনরায় বক্স অফিসে মুক্তি পাওয়ার কারণে প্রিয় অভিনেতাকে আরও একবার সিলভার স্ক্রিনে দেখতে পাবেন তার ভক্তরা।