উচ্ছে-দিদিয়ার প্রেমে ডুবল ‘মিঠাই’এর TRP, গৌরীর কাছেও হারল দীপা! সিংহাসনের দখল পেল কে?

বাংলাহান্ট ডেস্ক: সাধারণত বৃহস্পতিবার আসলেই টেলিপাড়ার সদস্য এবং দর্শকরাও অপেক্ষায় থাকেন টিআরপি (TRP) তালিকার। কিন্তু এ সপ্তাহে একদিন পিছিয়ে শুক্রবার প্রকাশ্যে এল টিআরপি। প্রতিটি সিরিয়াল গোটা সপ্তাহ ধরে কে কত নম্বর পেল তার ভিত্তিতে তৈরি হয় একটি তালিকা। এখান থেকেই জানা যায় বাংলা সেরার সিংহাসন কার দখলে রয়েছে।

দর্শকদের পছন্দ পরিবর্তন হয় বারংবার। আজ যে তালিকার শীর্ষে রয়েছে, কাল টিআরপির হেরফেরে নেমে যেতে পারে সবার নীচেও। এই পরিস্থিতিতেই এখন রয়েছে ‘মিঠাই’। জি বাংলার এই সিরিয়াল এক সময়ে সবথেকে বেশিদিন ধরে বাংলা সেরা হওয়ার রেকর্ড গড়েছিল।

mithai 2

কিন্তু এখন সবথেকে পুরনো এই সিরিয়ালের অবস্থা শোচনীয়। নম্বর কমে গিয়েছে ৫ এর-ও নীচে। হ্যাঁ, মিঠাইয়ের থেকেও কম টিআরপির সিরিয়াল রয়েছে দুই চ্যানেলেই। তবুও সবসময় সেরা দশে উঠে আসতে পারে না মোদক পরিবার। এ সপ্তাহে মিঠাই এর ঝুলিতে উঠেছে ৪.১ পয়েন্ট। অনেকের অভিযোগ, সিদ্ধার্থ এবং তার দিদিয়া অর্থাৎ আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর চর্চিত সম্পর্কের জন্যই হু হু করে নম্বর কমছে মিঠাইয়ের।

পুরনোদের বদলে এখন নতুনদেরই রাজত্ব টিআরপি তালিকায়। বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলা সেরা হচ্ছে জি বাংলার ‘জগদ্ধাত্রী’। স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ এখন নেমে গিয়েছে দু নম্বরে। দীর্ঘ মনোমালিন্য, ভুল বোঝাবুঝির পর সূর্য দীপার মিল দেখিয়েও জগদ্ধাত্রীর ধারেকাছে ঘেঁষতে পারছে না অনুরাগের ছোঁয়া। সিরিয়ালের ঝুলিতে এ সপ্তাহে রয়েছে ৭.৮।

jagaddhatri trp

অদ্ভূত সব কাণ্ডকারখানা আর যুক্তিহীন বিষয় দেখিয়ে ট্রোলড হলেও টিআরপি ভালোই উঠছে ‘গৌরী এলো’র। ৭.৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দাঁড়িয়ে অনুরাগের ছোঁয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে গৌরী। চার এবং পাঁচে রয়েছে যথাক্রমে নিম ফুলের মধু এবং রাঙা বউ। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.২ এবং ৬.১।

তুলনায় বেশ খারাপ অবস্থা ‘খেলনা বাড়ি’। কয়েক সপ্তাহ আগে পর্যন্তও সেরা পাঁচে ছিল এই সিরিয়াল। কিন্তু মিতুলের অতিরিক্ত পাকামি আর অবাস্তব কাণ্ডকারখানার জেরে সেরা পাঁচ থেকে ছিটকে গিয়েছে সিরিয়ালটি। কয়েক বছরের লিপ নেওয়ার পর থেকেই টিআরপি কমতে শুরু করেছে খেলনা বাড়ির। এমনকি স্লট লিডারও হতে পারেনি মিতুল। স্টার জলসার নতুন সিরিয়াল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের ঝুলিতে উঠেছে ৫.৮ নম্বর।

রইল সেরা দশের টিআরপি তালিকা-

জগদ্ধাত্রী- ৮.৩ (প্রথম)

অনুরাগের ছোঁয়া – ৭.৮ (দ্বিতীয়)

গৌরী এলো- ৭.৪ (তৃতীয়)

নিম ফুলের মধু- ৭.২ (চতুর্থ)

রাঙা বউ- ৬.১ (পঞ্চম)

মেয়েবেলা, কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৫.৮ (ষষ্ঠ)

বাংলা মিডিয়াম- ৫.৭ (সপ্তম)

পঞ্চমী, গাঁটছড়া- ৫.৫ (অষ্টম)

খেলনা বাড়ি, হরগৌরী পাইস হোটেল- ৫.৪ (নবম)

এক্কা দোক্কা, সোহাগ জল- ৫.১ (দশম)

দেখে নিন সেরা পাঁচ হিন্দি সিরিয়ালের টিআরপি-

অনুপমা- প্রথম (২.৮)

ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়- দ্বিতীয় (২.২)

গুম হ্যায় কিসিকে পেয়ার মে- তৃতীয় (২.০)

ফালতু- চতুর্থ (১.৮)

পান্ডিয়া স্টোর- পঞ্চম (১.৭)


Niranjana Nag

সম্পর্কিত খবর