Big Breaking: DA নিয়ে বড় খবর! খুশিতে লাফাবেন সরকারি কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ দিন ধরে ডিএ (DA) ইস্যুতে উত্তাল রাজ্য। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে চলছে মামলা। কবে সেই সমস্যার নিস্পত্তি হবে জানা নেই। তবে এরই মধ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Government Employee’s) জন্য বিরাট সুখবর। ফের সরকারি কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়াতে চলেছে মোদী সরকার। সূত্রের খবর এমনটাই।

জানা গিয়েছে, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে চলতি জুলাইয়ে ফের মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, একবার জানুয়ারি ও একবার জুলাই, বছরে এই দুবার, ডিএ-র হার সংশোধন করে সরকার। সেই মতোই খবর, আসন্ন জুলাই মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করবে কেন্দ্র।

জানিয়ে রাখি, শ্রম ব্যুরো দ্বারা প্রকাশিত CPI-IW সূচকের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ গণনা করা হয়। মার্চ মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) তথ্য ২৮ এপ্রিল প্রকাশিত হয়েছে। এই সূচক গুলোর ওপর ভিত্তি করেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ও পেনশন প্রাপকদের ডিএ নির্ধারণ করা হয়।

এআইসিপিআই প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, চলতি জুলাইয়ে ফের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্র। প্রসঙ্গত, প্রায় একমাস আগেই কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। তা ১লা জুলাই থেকে প্রযোজ্য হয়েছিল। এরই মধ্যে ফের কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

da hike

যদিও কেন্দ্রীয় সরকার তরফে এখনও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ডিএ বৃদ্ধির আভাস মিলতেই বেজায় খুশি সরকারি কর্মীরা। উল্লেখ্য, বর্তমানে কেন্দ্র সরকারি কর্মচারীরা মহার্ঘ্য ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। আগামী ১ জুলাই থেকে মহার্ঘভাতা ৪ শতাংশ বাড়লে এক লাফে তা ৪৬ শতাংশে গিয়ে পৌঁছবে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর