পরিচারকের নামে ৮ কোটি, ধোপার নামেও অ্যাকাউন্ট! অনুব্রতর নিজের সম্পত্তি কত জানেন?

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে গরু পাচার মামলায় (Cow Smuggling Case) জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচারের রহস্য উদ্ঘাটন করতে মরিয়া ইডির (ED) আধিকারিকরা। এদিকে যত দিন যাচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে গেয়েন্দাদের হাতে। ইডি সূত্রে খবর, কেষ্টর বাড়ির পরিচারক বিদ্যুৎবরণ গায়েনের নামে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তবে তাজ্জব ভাবে তার ‘নমিনি’ অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল!

যেখানে মাসে ১৫ হাজার টাকা বেতন পেতেন ওই পরিচারক সেখানে দেখা যাচ্ছে তার নামে কেনা হয়েছে ৭ কোটি ৭১ লক্ষ টাকার জমি। এই হিসেব দেখেই ভীমরি খাচ্ছেন তদন্তকারী অফিসাররা। পাশাপাশি অনুব্রত ঘনিষ্ঠ আনাজবিক্রেতা ও ধোপা বিজয় রজকের নামেও খোলা হয়েছে অ্যাকাউন্ট। যাতেও রয়েছে মোটা অংকের টাকা। ইডির দাবি, এভাবেই পরিচিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে গরু পাচারের ঘুষের টাকার লেনদেন চলত অবাধে।

গরু পাচার মামলায় কোর্টে পেশ করা চার্জশিটে ইডি-র দাবি, একে একে ভোলে বোম চালকল, কালীমাতা ট্রেডার্স, শিব শম্ভু চালকল, মা দুর্গা ট্রেডার্সের মতো সংস্থার পাশাপাশি বেনামে বহু সম্পত্তি করেছিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে দায়ের করা চার্জশিটে ইডির দাবি, এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা নগদ অর্থ এবং নামে-বেনামের সমস্ত সম্পত্তি মিলিয়ে কেবল কেষ্টর নামেই ৪৮ কোটি ৬ লক্ষ টাকারও বেশি সম্পত্তির খোঁজ মিলেছে।

অন্যদিকে এই ৪৮.০৬ কোটির পাশাপাশি গত বছর ডিসেম্বর পর্যন্ত আরও ২৯ কোটি ৫০ লক্ষ টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে ইডি। যা অন্যদের নামে রয়েছে বলে জানা গিয়েছে। যার সবটাই গরু পাচারের কালো টাকা বলে দাবি গোয়েন্দা সংস্থার। অন্যদিকে, এরই সাথে রয়েছে লটারির খেল। ইডি সূত্রে খবর, গরু পাচারের কালো টাকা সাদা করতে লটারি ‘গেম’ সাজিয়েছিলেন অনুব্রত-সুকন্যা।

anubrata jail

শান্তিনিকেতনের গাঙ্গুলি লটারি থেকে আসল লটারি জেতা ব্যক্তিদের কাছ থেকে অনুব্রতর সঙ্গীরা নগদ টাকায় ওই টিকিট কিনে নিতেন। আর লটারিতে প্রাপ্ত অর্থ চলে আসত অনুব্রত-সুকন্যার অ্যাকাউন্টে। ইডির জেরায় অবশ্য অনুব্রত নিজেই জানিয়েছিলেন, ২০১৮ সাল থেকে তিনি ও মেয়ে মিলে মোট ১০-১২ বার লটারি জিতেছেন। তদন্তকারীদের দাবি এ ভাবেই অনুব্রতের অ্যাকাউন্টে তিন দফায় ২ কোটি টাকা ঢুকেছিল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর