বয়কটের দাবিও রুখতে পারল না, লভ জিহাদের সত্য ঘটনা বলে কত কোটি কামাল ‘দ্য কেরালা স্টোরি’?

বাংলাহান্ট ডেস্ক: ‘দ্য কাশ্মীর ফাইলস’এর পর আবারো একটি ছবি নিয়ে বিতর্ক শুরু বলিউডে। বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) ছবিটি মুক্তি পেয়েছে সদ্য। তীব্র বিতর্কের পর গত ৫ ই মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি। আর অদ্ভূত ভাবে অন্যান্য বলিউড ছবির থেকে বেশি দর্শকও টানছে এই বিতর্কিত ছবি।

দ্য কেরালা স্টোরি ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ঝড় উঠেছিল বিনোদন জগৎ তথা নেটপাড়ায়। স্পষ্টতই স্পর্শকাতর এবং বিতর্কিত বিষয় নিয়ে তৈরি হওয়ায় ছবিটির মুক্তি ঘিরে কম জলঘোলা হয়নি। কিন্তু মুক্তি আটকানো যায়নি দ্য কেরালা স্টোরির।

kerala story

প্রাথমিক বক্স অফিস রিপোর্ট বলছে, সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অন্যান্য বলিউড ছবিগুলির থেকে ভাল ওপেনিং করেছে দ্য কেরালা স্টোরি। প্রথম দিনেই আনুমানিক ৭.৫০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ এর মতো হেভিওয়েট ছবির বিপক্ষে মুক্তি পেয়েও ভাল ব্যবসা করছে দ্য কেরালা স্টোরি।

প্রসঙ্গত, ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী আদা শর্মা। ট্রেলারে প্রথমে তাঁকে কেরল বাসী এক হিন্দু মেয়ের চরিত্রে দেখানো হয়। কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা করে ধীরে ধীরে ভুল বুঝিয়ে ধর্মান্তকরণ করা হয় তাঁকে। শেষে তাঁর জায়গা হয় ISIS-এ। সোশ্যাল মিডিয়ায় ‘দ্য কেরালা স্টোরি’র ট্রেলার মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই।

সত্য ঘটনা অবলম্বনে সিনেমা হওয়া সত্ত্বেও অনেকেই দাবি তুলেছিলেন ছবিটা ব্যান করে দেওয়া হোক। শেষমেষ ৩২ হাজার মেয়ের কাহিনির বদলে ট্রেলারে বলা হয়, শুধুমাত্র তিনটি মেয়ের কাহিনি। তা নিয়েও অবশ্য বিতর্ক কম হয়নি। তবুও দ্য কাশ্মীর ফাইলসের মতোই বক্স অফিসে একটা ঝড় তুলে সফর শুরু করল দ্য কেরালা স্টোরি।


Niranjana Nag

সম্পর্কিত খবর