বাংলাহান্ট ডেস্ক : সময় যত এগোচ্ছে ততই পরিবর্তন হচ্ছেন বাংলার ফেলুদা (Feluda)। ইতিমধ্যেই ফেলুদার চরিত্রে বাঙালি দর্শকদের মন জিতে নিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়। এমনকি টোটো রায়চৌধুরী এবং ইন্দ্রনীল সেনগুপ্তকে দেখা গেছে এই চরিত্রে অভিনয় করতে। তবে তাদের অভিনয় মনে ধরেনি দর্শকদের। আর এবার ফেলুদা হলেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)।
জি ফাইভ এর পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে আগামী ফেলুদার পোস্টার। এই চরিত্রে পরমব্রতকে দেখে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং। আসলে এর আগে তোপসের চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত। আর এবার তিনি হয়ে উঠলেন ফেলুদা। এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না সমালোচকেরা।
সোশ্যাল মিডিয়ায় কেউ লিখলেন, ‘দিন দিন টলিউডের অধঃপতন ঘটছে। একসময়ের তোপসে এখন ফেলুদা হয়ে উঠেছে। ফেলুদা আর ব্যোমকেশকে নিয়ে যা খুশি তাই শুরু করেছে বাংলা সিনেমা জগত’। অন্য আর একজন লিখেন, ‘আমার প্রিয় অভিনেতাদের তালিকায় রয়েছেন পরমব্রত। কিন্তু ফেলুদা হিসেবে মোটেই মানাচ্ছে না তাঁকে ‘। তবে কেবলমাত্র ফেলুদাই নয়। দর্শকদের পছন্দ হয়নি, জটায়ু এবং তোপসের চরিত্র। বলা বাহুল্য, জি ফাইভের আগামী সিরিজ ‘সাবাস ফেলুদা’ য় তোপসের চরিত্রে দেখা যাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। জটায়ুর চরিত্রে রয়েছেন রুদ্রনীল ঘোষ।
চারিদিকে যখন বইছে কটাক্ষের বন্যা ঠিক তখনই আসরে নামলেন পর্দার ফেলুদা। সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে পরমব্রত বলেন, ‘ফেলুদা মানেই বাঙালির কাছে এক অন্য আবেগ। তাই আমি প্রথম থেকেই জানতাম আমার কাজ নিয়ে ট্রোল হবে। আমি ট্রোলারদের নিয়ে নেগেটিভ কোনও মন্তব্য করব না। শুধু এইটুকু বলতে চাই, সিরিজটা মুক্তি পাওয়া অবধি অপেক্ষা করুন। হয়তো আপনাদের চিন্তাধারা বদলে যেতে পারে’।
উল্লেখ্য, অরিন্দম শীলের পরিচালনায় জি ফাইভে আসতে চলেছে ‘সাবাস ফেলুদা’র সিরিজ। বর্তমান প্রজন্মের সঙ্গে তাল মিলিয়েই সাজিয়ে তোলা হয়েছে ফেলুদাকে। ব্যবহার করা হয়েছে নতুন নতুন মডেলের গাড়ি। এমনকি গিয়ার লাগানো সাইকেলে চড়ে অপরাধীকে তাড়া করার দৃশ্য ফুটে উঠেছে সিরিজের ট্রেলারে।