বাংলাহান্ট ডেস্ক: নতুন নতুন সিরিয়াল (Serial) যেমন চ্যানেলে আসতে থাকে তেমনি পুরনোদেরও জায়গা ছেড়ে দিতে হয়। এই মুহূর্তে বাংলা ছোটপর্দায় সবথেকে পুরনো সিরিয়াল হল ‘মিঠাই’ (Mithai)। জি বাংলায় বিগত দু বছর ধরে চলছে এই সিরিয়ালটি। মোদক পরিবার বাংলার প্রত্যেক ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছে এখন। মিঠাই সিদ্ধার্থ সকলের ঘরের মানুষ হয়ে উঠেছেন।
কিন্তু বেশ কয়েক মাস ধরেই চলছে মিঠাইয়ের শেষ হয়ে যাওয়ার গুঞ্জন। কিন্তু পরপর তুলনামূলক নতুন সিরিয়ালগুলি বন্ধ হয়ে গেলেও মিঠাইয়ের উপরে কোনো আঁচ আসেনি। শুধু বদলে গিয়েছে টাইম স্লট। আটটার বদলে সন্ধ্যা ছটার স্লটে ফেলা হয়েছে মিঠাইকে। তবুও এখনো অনেক সিরিয়ালের থেকেই টিআরপি বেশি রয়েছে মিঠাইয়ের।
বেশ কিছুদিন ধরেই নেটপাড়ায় আলোচনা চলছে মিঠাই শেষ হবে কি হবে না তাই নিয়ে। এর মাঝেই আদৃত রায়ের একটি পোস্ট কপালে ভাঁজ ফেলেছে নেটিজেনদের। নিজের একটা ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘২০২০ র ২০ ডিসেম্বর ‘মনোহরা’ ফ্লোরে আমরা প্রথম শুটিং করছিলেন আর প্রথম দৃশ্যটাই ছিল সিদ্ধার্থ মোদকের ইন্ট্রোডাকশন সিন’।
এরপরেই তিনি লেখেন, ‘আজ ৬ ই মে, ২০২৩ এই ফ্লোরে আমরা শেষ শুট করলাম। আর অদ্ভূত ভাবে সিদ্ধার্থ মোদকই ছিল শেষ মানুষ যে ফ্লোরে দাঁড়িয়ে ছিল। তোমাদের সকলের প্রতি কৃতজ্ঞ। হয়তো এটাই শেষবার তোমরা আমাকে ওই সিঁড়িটা দিয়ে নামতে দেখবে।’ তবে তিনি এও জানিয়ে দিয়েছেন যে সিরিয়ালটি শেষ হয়নি।
কিন্তু মিঠাই অনুরাগীরা ইতিমধ্যেই কার্যত কান্নাকাটি জুড়ে দিয়েছেন। মিঠাই সিদ্ধার্থকে না দেখে কীভাবে থাকবেন এই চিন্তাতেই মন খারাপ নেটনাগরিকদের। অনেকে এখনো ধন্দে রয়েছেন আদৌ কি মিঠাই শেষ হয়ে যাবে নাকি নতুন ফ্লোরে শুট শুরু হবে। তবে কোন সিরিয়ালের জন্য এতদিনের ফ্লোর ছাড়তে হল সেটা অবশ্য স্পষ্ট করেননি আদৃত।