বাংলা হান্ট ডেস্ক : কেন্দ্রীয় আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস মতোই গতকাল শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ‘মোখা’ (Cyclone Mocha) তৈরির প্রক্রিয়াও শুরু হয়ে গেল। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, সোমবার সকালের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবারের মধ্যে এটি আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৮.৪°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮.১° সেলসিয়াস
আর্দ্রতা : ৭২%
বাতাস : ৮ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৩%
কলকাতার আবহাওয়া : কলকাতায় রবিবার আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। হলেও তা ছিটেফোঁটা। আজ রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯.১ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৮৫ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে আগামী কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে এই তিন জেলাতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। বরং তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বুধবারের মধ্যে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বেশ কিছু জেলাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। এর মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের নাম রয়েছে।
আগামীকালের আবহাওয়া : ৮ মে বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে৷ যার জেরে আজ রবিবার থেকে বুধবার পর্যন্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা। মোকা-র প্রভাবে দক্ষিণের বেশ কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা৷ আগামী ৮ মে বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণিঝড় তৈরি হবে৷ যার জেরে আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টির সতর্কতা৷