এখনই হন সতর্ক! প্রতারণা রুখতে এবার এই বড় পদক্ষেপ নিল Gmail

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দিন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার (Cyber Fraud) ঘটনা। প্রায়শই সাধারণ মানুষ এর শিকার হচ্ছে। এমতাবস্থায়, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলি এগুলি নিয়ন্ত্রণে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে ব্লু টিক ভেরিফিকেশনের ব্যবস্থা রয়েছে। এবার সেই পথে হাঁটল Google-ও। ইতিমধ্যেই Google, Gmail ব্যবহারকারীদের ব্লু টিক সার্ভিস দেওয়ার বিষয়টি ঘোষণা করেছে।

পাশাপাশি, Google জানিয়েছে যে, ব্লু টিকের মাধ্যমে ইমেলের প্রেরককে সঠিকভাবে শনাক্ত করা যাবে এবং ব্যবহারকারীরা সহজেই প্রতারণামূলক ইমেল আইডি থেকে পাঠানো মেসেজ শনাক্ত করতে পারবেন। অর্থাৎ এক কথায়, ব্লু টিক-এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রতারণার হাত থেকে রক্ষা পেতে পারেন।

এই বৈশিষ্ট্যটি Google দ্বারা রোল আউট করা হয়েছে। ইতিমধ্যেই এটি Google Workspace, G Suite Basic এবং Business-এর সমস্ত গ্রাহকদের জন্য উপলব্ধ হয়েছে বলে জানা গিয়েছে। মূলত, Gmail ব্যবহারকারীদের জন্য “চেকমার্ক আইকন’ চালু করেছে Google। এর মাধ্যমে সহজেই সঠিক ও ভুয়ো মেসেজের মধ্যে পার্থক্য করতে পারবেন ব্যবহারকারীরা।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বুধবার একটি অফিসিয়াল ব্লগ পোস্টে এই ফিচারের বিষয়ে জানিয়েছে Google। স্প্যাম শনাক্ত করার পাশাপাশি তা বন্ধ করতে সাহায্য করবে নতুন এই ফিচার। এদিকে, শীঘ্রই পার্সোনাল Google অ্যাকাউন্টধারীদেরও এই পরিষেবা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

https://twitter.com/gmail/status/1653877268744208384?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1653877268744208384%7Ctwgr%5E3a60304676839c1f77385f6e3bc31f7e5b63b629%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fhindi.news18.com%2Fnews%2Ftech%2Fgoogle-adds-blue-tick-to-gmail-after-twitter-facebook-and-instagram-how-to-get-this-news-service-know-in-detail-6099149.html

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বর্তমানে Google তার ব্লু টিক সার্ভিসটি সম্পূর্ণ ফ্রি রেখেছে। অর্থাৎ, টুইটারের মতো এই পরিষেবার জন্য কোনো খরচ করতে হবে না। আপাতত কোম্পানিগুলিকে ব্লু টিক সার্ভিস দেওয়া হচ্ছে। তবে, শুধুমাত্র সেই সব কোম্পানিই এর সুবিধা নিতে পারে, যারা ব্র্যান্ড ইন্ডিকেটর ফর মেসেজ আইডেন্টিফিকেশন (BIMI) ফিচার নিয়ে রেখেছে। এই বৈশিষ্ট্যটি ব্যবহারকারী সংস্থাগুলি স্বয়ংক্রিয়ভাবে এই টিকটি পাবে। প্রাথমিকভাবে, তুলনামূলক বিখ্যাত সংস্থাগুলিকে Gmail দ্বারা ব্লু টিক দেওয়া হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর