বাংলাহান্ট ডেস্ক: শাহিদ কাপুর (Shahid Kapoor) বলিউডের এমন একজন অভিনেতা যাঁর ঝুলিতে হয়তো ১০০ কোটি পেরোনো সিনেমার সংখ্যা কম, কিন্তু জনপ্রিয়তায় খানদের টক্কর দেওয়ার ক্ষমতা রাখেন তিনি। ইন্ডাস্ট্রিতে অনেক বছরই হয়ে গেল তাঁর। হিট, ফ্লপ মিশিয়ে ছবির সংখ্যাও কম নয় শাহিদের। কিন্তু এমন কিছু ছবিতে অভিনয়ের সুযোগ তিনি ছেড়ে দিয়েছিলেন যেগুলোর জন্য আজও আফসোস করেন তিনি।
শুরুটা করেছিলেন ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। একাধিক জনপ্রিয় গানে নায়ক নায়িকাদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁকে। শাহিদ যে ভাল অভিনয়ও করতে পারেন সেটা বুঝতে বেশি সময় লাগেনি পরিচালক প্রযোজকদের। শেষমেষ ‘ইশক ভিশক’ ছবির হাত ধরে ডেবিউ করেন তিনি। তবে অনেকেই জানেন না, যেকটি ছবি শাহিদ করেছেন তাঁর থেকেও আরো বেশি ছবিতে তাঁর অভিনয় করার কথা ছিল। আর তার মধ্যে রয়েছে এমন কিছু ছবির নাম যা শুনলে আপনি চমকে উঠতে বাধ্য।
রঙ দে বসন্তি– বলিউড ইন্ডাস্ট্রির ক্লাসিক ছবিগুলির মধ্যে রঙ দে বসন্তি অন্যতম। আমির খান, আর মাধবন, শরমন যোশী, সিদ্ধার্থ, কুণাল কাপুর, সোহা আলি খান অভিনীত ছবিটির আজো গেঁথে রয়েছে দর্শকদের মনে। কিন্তু জানলে অবাক হবেন, ছবিটির জন্য প্রথম পছন্দ ছিলেন শাহিদ।
এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, রঙ দে বসন্তির নির্মাতারা খুব বিপদে পড়ে তাঁর কাছে এসেছিলেন। চিত্রনাট্যও পছন্দ হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু শাহিদের হাত পা ছিল বাধা। তখন তিনি আরো তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ ছিলেন। শাহিদ বলেছিলেন, একটা ছবির জন্য তিনটি ছবি ছাড়ার মতো অপেশাদার তিনি হতে পারেননি। তাই বাধ্য হয়ে ছাড়তে হয়েছিল রঙ দে বসন্তি, যা পরে সুপারহিট হয়।
জিন্দেগি না মিলেগি দোবারা– হ্যাঁ, এই ছবির প্রস্তাবও এসেছিল শাহিদের কাছে। অভিনেতা তখন ‘মৌসম’ ছবির শুটিং শুরু করতে যাচ্ছিলেন। শাহিদ জানিয়েছিলেন, তিনি জানতেনও না যে পরিচালক জোয়া আখতার তাঁর জন্য কোন ছবি নিয়ে এসেছেন। সেটাও করতে পারেননি শাহিদ।
রকস্টার– পরিচালক ইমতিয়াজ আলির ‘জব উই মেট’ ছবিটি শাহিদের কেরিয়ারের সবথেকে জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম। ছবিটি এতটাই হিট হয়েছিল যে ইমতিয়াজ আবারো শাহিদের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে রাজি হতে পারেননি শাহিদ। তাঁর বদলে ছবিতে অভিনয় করেন রণবীর কাপুর। শুধু তাই নয়, রাঞ্ঝনা ছবির প্রস্তাবও ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন শাহিদ। এই সবকটি ছবিই সুপারহিট হয়েছিল।