কৌতুকের নামে মহাদেব সেজে চরম অশ্লীল মন্তব্য! মীরাক্কেলের অপূর্বকে নিয়ে বিতর্ক তুঙ্গে

বাংলাহান্ট ডেস্ক: নন ফিকশন শোয়ের দাপট টেলিভিশনে অনেক দিন ধরেই রয়েছে। রিয়েলিটি শোয়ের (Reality Show) জনপ্রিয়তাকে মাথায় রেখেই বিভিন্ন চ্যানেলে প্রায়ই গজিয়ে ওঠে নতুন নতুন রিয়েলিটি শো। তবে নাচ, গানের গতে বাঁধা শো বাদ দিলে এমনো কিছু রিয়েলিটি শো রয়েছে বাংলা টেলিভিশনের ইতিহাসে যা একই রকম টিআরপি এনে দিয়েছে সংশ্লিষ্ট চ্যানেলকে। এমনি একটি শো হল ‘মীরাক্কেল’ (Mirakkel)।

নাচ, গান, অভিনয় বাদ দিয়ে মানুষের কৌতুক প্রতিভা প্রকাশের মঞ্চ হিসেবে জনপ্রিয়তা পেয়েছিল মীরাক্কেল। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলিয়ে বহু প্রতিযোগী সিজনের পর সিজন ধরে অংশ নিয়েছে এই শোতে। কিন্তু তাদের মধ্যে থেকে কয়েকজন পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে দর্শকদের মনে। এই প্রতিযোগীদের মধ্যে একজন হলেন অপূর্ব রায় (Apurba Roy)।

mirakkel

মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৭-এর সবথেকে জনপ্রিয় প্রতিযোগী ছিলেন অপূর্ব। এক এক পর্বে এক এক সাজে এসে জোকস শোনাতেন তিনি। কখনো ঝাড়ুদার, কখনো পাগল, কখনো স্ট্যাচু অফ লিবার্টি, এমনকি কৃমি পর্যন্ত সেজে আসতে দেখা গিয়েছিল তাঁকে। অপূর্বর জোকস বলার ধরণ, তাঁর কৌতুকের ভক্ত হয়ে উঠেছিলেন দর্শকরা, সঞ্চালক মীর আফসার আলি এবং বিচারকরাও।

নয় বছর আগের সিজনের পর্বগুলি সম্প্রতি আবারো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অপূর্বর বেশ কিছু পারফরম্যান্স নতুন করে দেখে পুরনো স্মৃতি ঝালিয়ে নিচ্ছেন নেটিজেনরা। কিন্তু এর মধ্যেই একটি ভিডিও নিয়ে বেঁধেছে বিতর্ক। সেই পর্বে মহাদেব সেজে এসেছিলেন অপূর্ব। শোতে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

mirakkel

বিচারকের আসনে ছিলেন শ্রীলেখা মিত্র, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং রজতাভ দত্ত। ভিডিওতে অপূর্বকে মহাদেবের সাজে জোকস বলতে দেখা গিয়েছে, যার মধ্যে কিছু জোকস শ্লীলতার মাত্রা ছাড়িয়েছে বলে অভিযোগ নেটিজেনদের। শুধু তাই নয়, শিব ঠাকুরকে অপমান করার অভিযোগও উঠেছে অপূর্ব এবং মীরাক্কেলের বিরুদ্ধে। কয়েকজন কটাক্ষ করেছেন, অন্য ধর্মকে নিয়ে এই ধরণের কৌতুক করার সাহস আছে?

আবার এর মধ্যেই কয়েকজনের বক্তব্য, এই পারফরম্যান্সটাই যদি এখন করা হত তাহলে মীরাক্কেল তো বয়কট হতই, অপূর্বও থাকতেন গরাদের পেছনে। বাঙালিদের মধ্যে অসহিষ্ণুতা বেড়েছে বলে দাবি করেছেন কয়েকজন। তবে বিতর্কের মাঝেও অনেকেই মন্তব্য করেছেন, পুরনো মীরাক্কেলটাই মিস করেন তারা।

Niranjana Nag

সম্পর্কিত খবর