বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রীর সই জাল করে চাকরিতে নিয়োগপত্রের ঘটনা সামনে আসতেই শোরগোল বঙ্গ জুড়ে। জানা যায়, দুর্গাপুরে (Durgapur) মোট ৭ জনের কাছে পুলিশের চাকরির (Police Job) ভুয়ো নিয়োগপত্র (Fake Recruitment letter) পৌঁছেছে। নিয়োগপত্রগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জাল সই (Forged Signature) রয়েছে। পাশাপাশি সই জাল করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের। ঘটনা প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি তদন্তে নামে পুলিশ।
প্রাথমিক তদন্তের পর এই বিষয়ে এসিপি তথাগত পান্ডে বলেন, ‘৭ টি নিয়োগপত্রই ভুয়ো। মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনারের সই সহ রাজ্য সরকারের লোগো সবকিছুই জাল করা হয়েছে।’ পুলিশ সূত্রে খবর, প্রতিটি নিয়োগপত্রের ক্ষেত্রেই বিপুল পরিমান টাকার লেনদেন হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশি সন্দেহে পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের সেপকো টাউনশিপের এক ব্যক্তির উপর নজরদারি চলছে।
প্রথমে জানা যায়, শঙ্করপুরের গোল্ডেন পার্ক এলাকার বাসিন্দা ঋতম দেবনাথের নামে ভুয়ো নিয়োগপত্র এসেছে। শনিবার রাতে সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বলে সেই নিয়োগপত্র পোস্ট করেন। যার পরই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে।
ভুয়ো নিয়োগপত্র প্রসঙ্গে ঋতম দেবনাথের মা ঝুমা দেবনাথ জানান, ‘এটা ফেক না অরিজিনাল সেটা আমরা জানি না। আমাদের কাছে নিয়োগপত্র এসেছে। এসব নিয়ে খবর করলে ছেলের চাকরি পেতে সমস্যা হবে।’ পাশাপাশি তিনি বলেন, বিজ্ঞাপন দেখেই ছেলে পুলিশের চাকরিতে আবেদন করেছিল। এরপর সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। জুন মাসে দক্ষিণ ২৪ পরগনার বজবজ থানায় ছেলে এএসআই পদে যোগ দেবে বলেন জানান তিনি।
ভুয়ো নিয়োগপত্র নিয়ে তদন্তকারীরা জানিয়েছেন, নিয়োগপত্রের খাম দেখে তা ভুয়ো ধরার উপায় নেই। অবিকল সরকারি চিঠির মতোই দেখতে সেই খামে সরকারি বিভিন্ন দপ্তরের লোগো ও সিল লাগানো রয়েছে। এরপর তদন্ত আরও গভীরে গেলে জানা যায় শুধু পুলিশে শুধু নয় একাধিক সরকারি সংস্থায় চাকরি দেওয়ার নামে রাজ্যজুড়ে এই প্রতারণা চক্রটি চলত উত্তরবঙ্গের কোচবিহার থেকে। বর্তমানে রহস্যের কিনারা করতে তদন্ত চলছে।