এবার রোদে পুড়ে অফিস যাওয়ার দিন শেষ! তীব্র গরমে AC Bus নিয়ে নয়া সিদ্ধান্ত সরকারের

বাংলাহান্ট ডেস্ক : চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। আর এই তীব্র গরমে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। তবুও, বিভিন্ন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের তো আর বাড়িতে বসে থাকলে চলবে না। ফলে, কাঠফাটা গরমের মধ্যেই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের জন্য ভরসা রাখতে হচ্ছে গণপরিবহনের উপর।

এদিকে, শহরের রাজপথে সরকারি এসি বাসের (AC Bus) সংখ্যা কমতে থাকায় সকলেই যে অফিস টাইমে এসি বাস ধরতে পারছেন এমনটাও নয়। ফলে, দুর্ভোগ বাড়ছে নিত্যযাত্রীদের। এই পরিস্থিতিতে আমজনতার স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে রাজ্য সরকারের (State Government) পক্ষ থেকে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে ডিপোতেই অকেজো হয়ে পড়ে রয়েছে বহু এসি বাস। বেশ কয়েকদিন আগেই এসি বাস মেরামতির জন্য নবান্নের কাছে টাকা চাওয়া হয়েছিল। কিন্তু, সেই আবেদনে সাড়া দেওয়া হয়নি। কিন্তু এবার পরিবহণ দফতর সূত্রে খবর, এসি বাসের মেরামতির জন্য কয়েক কোটি টাকার তহবিল মঞ্জুর করেছে নবান্ন।

সেই টাকা দিয়ে ১০০টি বাসের মেরামতির সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। অর্থাভাবের কারণে খারাপ হয়ে পড়ে থাকা এসি বাসগুলির মেরামতিতে এবার উদ্যোগী হল রাজ্য। ফলে মেরামতির পর রাস্তায় নামানো সম্ভব হয়, তবে যাত্রীদের সমস্যা অনেকটা মিটবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়েই আশা জাগছে কলকাতাবাসীর মনে।

Bus

এই প্রসঙ্গে উল্টোডাঙার হাডকো মোড়ে এসি বাসের জন্য অপেক্ষারত তথ্য প্রযুক্তিকর্মী অনির্বাণ বসু বলেন, ‘আগে অফিস যাওয়ার সময় অনেক তাড়াতাড়ি এসি বাস পাওয়া যেত। এখন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও এসি বাসের দেখা মেলে না। এই গরমে এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে কী যে সমস্যা হয়, বলে বোঝাতে পারব না।’


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর