দ্রাবিড়ের দলে ব্রাত্যই থাকলেন ঋদ্ধি! রাহুলের পরিবর্ত হিসাবে ভারতীয় দলে এই তরুণ উইকেটরক্ষক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একাধিকবার নিজের যোগ্যতার প্রমাণ দিলেও লাভ হলো না। জুন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ভারতীয় দল (Team India) যখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে নামবে, তখন সেই দলের অংশ হিসেবে থাকছেন না ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। প্রাথমিকভাবে যে দল ঘোষণা করা হয়েছিল সেখানে তিনি জায়গা পাননি। কেবলমাত্র এক উইকেট রক্ষক শ্রীকর ভরতকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছিল নির্বাচকরা।

কিন্তু এক সপ্তাহ আগে লোকেশ রাহুলের চোট দলে একটি জায়গা খুলে দিয়েছিল। মনে করা হয়েছিল ঋদ্ধিমানের কিপিং দক্ষতা এবং আইপিএলে ও রঞ্জি ট্রফিতে তার ব্যাট হাতে দক্ষতার পরিচয় দেওয়ার কথা মাথায় রেখে রাহুলের জায়গায় হয়তো বঙ্গ উইকেট রক্ষককেই সুযোগ দেওয়া হবে। কিন্তু আজই বিসিসিআই জানিয়ে দিল যে ঋদ্ধিমান তাদের কোনও পরিকল্পনারই আর অংশ নন।

লোকেশ রাহুলের পরিবর্তন হিসেবে দলে নেওয়া হয়েছে ঈশান কিষানকে। এখনও ছোটগ্রস্থ জয়দেব উনদকাট ও উমেশ যাদবকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ ভারতীয় দলের হয়ে ওই ফাইনালটিতে সম্ভবত ভরতই নামতে চলেছেন উইকেটরক্ষক হিসেবে। কারণ ঈশান কিষাণের মতন লাল বলের ক্রিকেটে অনভিজ্ঞ তারকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন ফাইনালের মতো বড় মঞ্চে অভিষেক ঘটিয়ে হয়তো ঝুঁকি নিতে চাইবেন না রাহুল দ্রাবিড়।

i kishan

কিন্তু মজার ব্যাপার হলো যে আইপিএলেও ভরত এবং ঋদ্ধিমান একই দলে অর্থাৎ গুজরাট টাইটান্সে রয়েছেন। এখানে কিন্তু দুই এক ম্যাচ ব্যর্থতার পরেও ঋদ্ধিমানকেই ধারাবাহিকভাবে ভরসা করে চলেছেন হার্দিক পান্ডিয়া। ভারতের ব্যাটিং দক্ষতা ঋদ্ধিমান এর চেয়ে বেশি কিনা সেটা এখনও প্রমাণিত নয়। কিপিং দক্ষতা দিক দিয়ে যে কয়েক সময় লেগে ঋদ্ধিমান সেটা সাদা কাগজের মতোই পরিষ্কার।

অনেকেই এই নির্বাচনের জন্য দোষ দিচ্ছেন কোচ রাহুল দ্রাবিড়কে। রবি শাস্ত্রীর পরিবর্ত হিসেবে যখন তিনি ভারতীয় দলে এসেছিলেন তখন সকলেই তাকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু তার সময়ে পারফরম্যান্স অত্যন্ত সাদামাটা। কিন্তু নিন্দুকদের মুখ কি দ্রাবিড় রোহিতের জুটি বন্ধ করতে পারবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া কে হারিয়ে? উত্তরটা দেবে সময়।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর