ভারতের সবথেকে সস্তার হাইব্রিড গাড়ি! এগুলির দাম এবং ফিচার্স জানলে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সমগ্ৰ বিশ্বজুড়েই অল্টারনেটিভ ফুয়েল চালিত গাড়ির চাহিদা দ্রুত বাড়ছে। আমাদের দেশ ভারতবর্ষও (India) তার ব্যতিক্রম নয়। যে কারণে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে দেশে। এর পাশাপাশি ভারতে পাল্লা দিয়ে নতুন হাইব্রিড গাড়িও (Hybrid Cars) লঞ্চ হচ্ছে। এমতাবস্থায়, আপনি যদি এখন একটি নতুন হাইব্রিড গাড়ি কেনার পরিকল্পনা করেন, সেক্ষেত্রে আপনার কাছে অনেকগুলি বিকল্প রয়েছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমন কিছু হাইব্রিড গাড়ি সম্পর্কে জানাবো যেগুলি ইতিমধ্যেই গ্রাহকমহলে সাড়া ফেলেছে।

Maruti Suzuki Grand Vitara Hybrid: এই তালিকার প্রথম গাড়িটি হল Maruti Suzuki Grand Vitara Hybrid। যার প্রারম্ভিক মূল্য হল ১০.৭০ লক্ষ টাকা থেকে শুরু করে ১৯.৯৫ লক্ষ টাকা। গ্র্যান্ড ভিটারা দু’টি পাওয়ারট্রেন বিকল্প উপলব্ধ করে। একটি মাইল্ড হাইব্রিড এবং একটি শক্তিশালী হাইব্রিড। এর মধ্যে অল-হুইল-ড্রাইভ বিকল্পটি মাইল্ড হাইব্রিড-ম্যানুয়াল ট্রান্সমিশন ভেরিয়েন্টের জন্য সংরক্ষিত রয়েছে। বাকি ভেরিয়েন্টগুলিতে ফ্রন্ট-হুইল লেআউট উপলব্ধ থাকে। পাশাপাশি, দু’টি ট্রান্সমিশনের বিকল্পও রয়েছে।

Toyota Urban Cruiser Hyryder: এই তালিকায় পরবর্তী নামটি হল Toyota Urban Cruiser Hyryder। এই মাঝারি আকারের SUV-র দাম ১০.৭৩ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৯.৭৪ লক্ষ টাকা পর্যন্ত হয়। এই SUV-তে পাওয়ারট্রেন বিকল্পগুলি গ্র্যান্ড ভিটারা-র মতোই। কারণ এটি দু’টি হাইব্রিড পাওয়ারট্রেনের সাথেই উপলব্ধ হয়। এর মধ্যে Hyryder-এর একটি শক্তিশালী-হাইব্রিড পাওয়ারট্রেন, যার মধ্যে রয়েছে ১.৫-লিটার ৪-সিলিন্ডার ন্যাচারেলি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন (৯২ Bhp-১২২ Nm) অ্যাটকিনসন সাইকেলের ভিত্তিতে চলে।

Toyota Innova Hycross: এই তালিকার পরবর্তী হাইব্রিড গাড়িটি হল Toyota Innova Hycross। এই গাড়িটির দাম ১৮.৫৫ লক্ষ টাকা থেকে শুরু করে ২৯.৭২ লক্ষ টাকা পর্যন্ত হয়। Innova Hycross গাড়িটি শুধুমাত্র পেট্রোল ভেরিয়েন্টে উপলব্ধ হয় এবং এটিতে দু’টি ড্রাইভট্রেন বিকল্প থাকে। প্রথমটি হল একটি মজবুত হাইব্রিড সংস্করণ যা একটি বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত ২.০-লিটার পেট্রোল ইঞ্জিনের মাধ্যমে উপলব্ধ হয়। এই সেটআপটি ১৮৩ PS-এর সম্মিলিত পাওয়ার আউটপুট তৈরি করে। উল্লেখ্য যে, মজবুত হাইব্রিড সংস্করণে ২৩.২৪ kmpl-এর ফুয়েল ইকোনমির দাবি করা হয়েছে। যা এই সেগমেন্টে সর্বোচ্চ।

whatsapp image 2023 05 08 at 8.09.59 pm

Honda City: তালিকার শেষ মডেলটি হল Honda City e:HEV। এটি হল দেশের একমাত্র মাঝারি আকারের সেডান যা হাইব্রিড পাওয়ারট্রেনের সাথে উপলব্ধ হয়। Honda City Hybrid 2023-এর দাম ১৮.৮৯ লক্ষ টাকা থেকে ২০.৩৯ লক্ষ টাকার মধ্যে থাকে (দিল্লির এক্স-শোরুম মূল্য অনুযায়ী)।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর