“বিকৃত করেছে বিজেপি, ওঁরা আমার ঘরের ভাইবোন”…. অজিত মাইতির বক্তব্যের পরেই ক্ষমাপ্রার্থী মমতা

বাংলাহান্ট ডেস্ক : গত কয়েকদিন ধরে কুড়মিদের আন্দোলনের জেরে রীতিমতো স্তব্ধ রাজ্যের (West Bengal) পশ্চিমাঞ্চল। ঠিক এই পরিস্থিতিতেই কুড়মি আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি করেছেন পিংলার তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অজিত মাইতি। আর তারপরেই ক্ষোভে ফেটে পড়েছেন কুড়মি সম্প্রদায়ের একাংশ।

এবার বর্তমান পরিস্থিতি সামাল দিতে এবং তৃণমূল বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, সোমবার নবান্নে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল নেতার সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। যদিও রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের তরফেই বিধায়কের মন্তব্যকে খণ্ডন করা হয়।

মমতার (Mamata Banerjee) কথায়, ‘‘অজিতকে ফোন করেছিলাম। ও বলল, এটা আমার খুব খারাপ লেগেছে। আসলে আমি বলতে চেয়েছি অন্য ভাবে। ওরা বলেছে অন্য ভাবে।’’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘আমরা আদিবাসীদের পাট্টা নিয়ে আইন করে দিয়েছি। ওঁরা আমার ঘরের ভাইবোন। যাঁরা মাহাতো, কুড়মি, তাঁদেরও আমরা ভালবাসি। তাঁদের দাবি মতো আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠিও লিখেছি।’’

একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘অজিত মাইতি যদি কিছু বলে থাকেন অথবা, তাঁর বক্তব্যকে যদি বিকৃত করে থাকে বিজেপি, সেটা আমাদের বক্তব্য নয়। আমরা কুড়মিদের ভালবাসি। যথাযোগ্য সম্মান করি। যদি কেউ মুখ ফস্কে কিছু বলে থাকেন কেউ এবং তাতে যদি মাহাতোরা দুঃখ পেয়ে থাকেন, আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি।’’ করজোড়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি আপনাদের সবার সঙ্গে আছি।’’

Mamata

প্রসঙ্গত উল্লেখ্য, দু’দিন আগেই তৃণমূলের একটি সভা থেকে অজিত মাইতিকে বলতে শোনা যায়, “কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্তানি নেতাদের মতো কুড়মি ভাইবোনেদের ভুল বুঝিয়ে … আমার ধারণা বিজেপি তাদের উস্কানি দিয়ে, সিপিএম তাদের উস্কানি দিয়ে দিল্লিতে কুড়মি ভাইদের আন্দোলন করতে দিচ্ছে না, যা করার এই বাংলাকে অশান্ত করার চক্রান্ত চলছে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর