শ্বাস নিতে সমস্যা, বসে গেলে আর পারছেন না উঠতে, হঠাৎ করে ঋতাভরীর হল কী?

বাংলাহান্ট ডেস্ক : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসের ১২ তারিখেই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) এবং আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) অভিনীত ছবি ‘ফাটাফাটি’। আপাতত ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত এই দুই তারকা। আর তারই মাঝে সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে একাধিক বিষয় নিয়ে মুখ খুললেন পর্দার ‘ফুল্লরা’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আপাতত খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কাটছে তাঁর সময়। ছবি প্রচার করতে গিয়ে গলা ভেঙে গেছে। কিন্তু তারপরও সবকিছুকে উপভোগ করছেন তিনি। এই ছবির জন্য অনেকটাই ওজন বাড়িয়েছিলেন ঋতাভরী। তাঁর কথায়, ‘অস্ত্রপ্রচারের পর এমনিতেই ৫-৬ কিলো ওজন বেড়ে গেছিল। এরপর ফাটাফাটিতে অভিনয় করার প্রস্তাব আসে। তখন আরও ১৯ কেজি ওজন বাড়াতে হয়েছিল’।

Ritabhari Chakraborty

ফুল্লরার চরিত্রে কাজ করে ঠিক কেমন লেগেছে?

প্রশ্নের জবাবে অভিনেত্রী জানান, ‘ছোট থেকেই আমি অনেক আত্মবিশ্বাস নিয়ে বড় হয়েছি। কিন্তু ফুল্লরার ক্ষেত্রে মোটেই সেটা ছিল না। ওকে সব সময় মোটা, হাতি, ঢেপসি এইসব শব্দ শুনতে  হত। আসতে আসতে সে কিভাবে নিজেকে তৈরি করেছে, কিভাবে নিজের আত্মবিশ্বাস বাড়িয়েছে সেটাই দেখানো হয়েছে এই ছবিতে’।

Fatafati

ওজন বাড়ানোর বিষয়টা ঠিক কতটা কঠিন ছিল? 

এ প্রসঙ্গে বলতে গিয়ে ঋতাভরী জানান, ‘আমার ক্ষেত্রে মোটেই সহজ ছিল না ওজন বাড়ানো। যদিও আমার বাড়িতে এমন অনেকেই আছেন যাদের ওজন বেশি। তবে তাদের সেভাবে কোন সমস্যা হয় না। কিন্তু আমি যেহেতু মোটা নই তাই ওজন বাড়ানোর পর বেশ কিছু সমস্যায় ভুগেছি। আমার শ্বাস নিতে সমস্যা হতো, এনার্জি লেভেল অনেকটাই কমে গেছিল, মাটিতে বসলে আর উঠতে পারতাম না। তবে ওজন না বাড়ালে এই চরিত্রটা ভালো মতন ফুটিয়ে তুলতে পারতাম না’।

Fatafati

উল্লেখ্য, চলতি বছর একগুচ্ছ ছবির কাজ রয়েছে ঋতাভরীর হাতে। এমনকি খুব শীঘ্রই থাকে বলিউডে দেখা যাবে বলেও জানিয়েছেন অভিনেত্রী। তবে আপাতত তিনি ব্যস্ত ফাটাফাটি ছবির প্রচার নিয়ে। অন্যদিকে চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হয়ে যাবে ‘আপনজন’ ছবির শুটিং। অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে জিতু কমলকে।


additiya

সম্পর্কিত খবর