বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য এবার নিঃসন্দেহে একটি বড়সড় সুখবর সামনে এল। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, বর্তমানে ব্যাঙ্ক অব বরোদায় (Bank Of Baroda) একাধিক শূন্যপদের ভিত্তিতে কর্মী নিয়োগ করা হচ্ছে। পাশাপাশি, ইতিমধ্যেই এই প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। শুরু হয়ে গিয়েছে আবেদনের প্রক্রিয়াও। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা ওই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিস্তারিতভাবে উপস্থাপিত করছি।
কোন কোন পদে করা হবে নিয়োগ: এই প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, সংশ্লিষ্ট ব্যাঙ্কের কর্পোরেট অ্যান্ড ইন্সটিটিউশনাল ক্রেডিট বিভাগে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে যোগ্য প্রার্থীদের। এমতাবস্থায় নিয়োগ হবে ক্রেডিট অ্যানালিস্ট, রিলেশনশিপ ম্যানেজার, এবং ফোরেক্স অ্যাকুইজিশন অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার পদে।
মোট শূন্যপদের সংখ্যা: আপাতত মোট শূন্যপদের সংখ্যা হল ১৫৭টি।
বয়সসীমা: এই শূন্যপদের পরিপ্রেক্ষিতে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ২৪ থেকে ৪২ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: জানা গিয়েছে, আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক হওয়ার পাশাপাশি থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ফিন্যান্সে স্পেশালাইজেশন-সহ ডিপ্লোমাও। এদিকে, রিলেশনশিপ ম্যানেজার পদের ক্ষেত্রে যেকোনো অর্থনৈতিক প্রতিষ্ঠানে কর্পোরেট ক্রেডিটে সেলস বা রিলেশনশিপ ম্যানেজমেন্টে নূন্যতম ৫ অথবা ১০ বছরের চাকরির অভিজ্ঞতাও থাকতে হবে। পাশাপাশি, বিভিন্ন যোগ্যতার পরিপ্রেক্ষিতে রয়েছে অগ্রাধিকারের বিষয়টিও। এছাড়াও, অন্যান্য পদের ক্ষেত্রে রয়েছে আলাদা আলাদা যোগ্যতার মাপকাঠি।
বেতন: উল্লেখ্য যে, দেশের যেকোনো জায়গায় সংশ্লিষ্ট ব্যাঙ্কের শাখায় প্রার্থীদের পোস্টিং হতে পারে। এমতাবস্থায়, মুম্বাইয়ে পোস্টিং হলে প্রার্থীদের পদ অনুযায়ী মাসিক বেতন হবে ১ লক্ষ ৬০ হাজার টাকা থেকে শুরু করে ২ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত।
নিয়োগ প্রক্রিয়া: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, যোগ্য প্রার্থীদের অনলাইন পরীক্ষা সহ সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি: এমতাবস্থায়, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি ওই ব্যাঙ্কের ওয়েবসাইট বা আইবিপিএস-এর ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য ব্যাঙ্কের ওয়েবসাইটে থাকা বিজ্ঞপ্তি থেকেও জানতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ইতিমধ্যেই এই সংক্রান্ত আবেদন শুরু হয়ে গিয়েছে। যা চলবে আগামী ১৭ মে ২০২৩, পর্যন্ত।