বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মাঠে নেমেছিল পাঞ্জাব কিংস। রিঙ্কু সিং ও আন্দ্রে রাসেলের পাশাপাশি বরুণ চক্রবর্তীর দাপটে দুর্দান্ত জয় পেয়েছে কেকেআর। সেই ম্যাচ দর্শকদের মন ভরিয়ে দিয়েছে। কেকেআর-কে প্লে অফের দৌড়ে টিকিয়ে রেখেছে এই জয়। কিন্তু কেকেআরের জয়ের পাশাপাশি এই ম্যাচ বিশেষ জায়গা করে নেবে দর্শকদের মনে ডিএ (DA) আন্দোলনকারীদের প্রতিবাদের কারণে।
কালকের এই ম্যাচটি দেখতে এবং নিজেদের প্রতিবাদের দাবি সকলের সামনে তুলে ধরতে ক্রিকেটের নন্দনকাননে উপস্থিত ছিলেন ডিএ আন্দোলনকারীরা। ম্যাচ চলাকালীনই নানান রকম পোস্টারে নিজেদের দাবি গুলি তুলে ধরেন তারা। তাদের এই অভিনব প্রতিবাদের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এর আগে আইপিএলের কোন ম্যাচে এমন প্রতিবাদ দেখা গিয়েছে কিনা সেটা নিয়ে নিশ্চিতভাবে বলতে পারছেন না। এর আগে তাদের আন্দোলন যখন ১০০ দিনে পা দিয়েছিল তখন মমতা ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে মিছিল করেছিলেন আন্দোলনকারীরা। তবে মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের বঞ্চনার শিকার হওয়ার পর থেকে এমন বড় মাপের মঞ্চে নিজেদের প্রতিবাদ তুলে ধরার ঘটনা এই প্রথম।
গত শনিবার মমতা ব্যানার্জির বাড়ির সামনে দিয়ে হাজার হাজার আন্দোলনকারীরা হেঁটে গিয়েছিলেন। ১২ বছর পর কোনও মিছিল হরিশ মুখার্জি রোড দিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে যাবার সময় চোর চোর স্লোগান তুলতেও শোনা গিয়েছিল মহামিছিলে অংশগ্রহণকারীদের একাংশের। তবে গতকাল ইডেনে কোনরকম স্লোগান তোলার বদলে নীরবে নিজেদের পোস্টার গুলি হাতে নিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি কেকেআরের হয়ে গলা ফাটিয়েছিলেন তারা।
গতকাল কলকাতা নাইট রাইডার্স টসে হেরে প্রথমে বোলিং করে পাঞ্জাব কিংসকে ১৭৯ রানের মধ্যে আটকে ছিল। রান তাড়া করতে নেমে নাইট অধিনায়ক নীতিশ রানার অর্ধশতরান এবং রাসেল ও রিঙ্কুর ঝোড়ো আগ্রাসী ব্যাটিংয়ে ভর করে হাড্ডাহাড্ডি ম্যাচের শেষ বলে জয় পেয়েছিল কেকেআর।