“সুকন্যাকে গ্রেফতার করেছে, অমিত শাহের ছেলেকে ছাড় কেন?” কেষ্টর গড়ে দাঁড়িয়ে কটাক্ষ অভিষেকের

বাংলাহান্ট ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নবজোয়ার কর্মসূচি পৌঁছেছে বীরভূমে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের নজরে ছিল অনুব্রতহীন বীরভূমে (Birbhum) অভিষেকের এই পদযাত্রার উপর। এছাড়াও সুকন্যা মন্ডলের গ্রেফতারি প্রসঙ্গে অভিষেকের কী মত সেই বিষয়ে জানতেও আগ্রহী ছিল ওয়াকিবহালমহল। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুব্রত ও তার কন্যা সুকন্যা মন্ডলের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন।

শুধু তাই নয়, অভিষেক তীব্র আক্রমণ করলেন অমিত শাহ ও তার পুত্র জয় শাহকে। জনসংযোগ যাত্রায় অভিষেক আজ বলেন, “অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত তদন্তের মতো চলবে। কিন্তু ইডির চার্জশিটে উল্লেখ রয়েছে, গরু পাচারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত দিয়েছে বিএসএফ। কার অধীনে রয়েছে বিএসএফ? অমিত শাহর অধীনে। তাহলে কেন তাকে গ্রেফতার করা হবে না?”

এরপর সুকন্যা মন্ডলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সুকন্যা মন্ডলের দেড়শো গুন সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলে তাকে গ্রেফতার করা হয়েছে। ৮০ হাজার গুন সম্পত্তি বৃদ্ধি পেয়েছে অমিত শাহর ছেলে জয় শাহর। তাহলে কেন তাকে গ্রেফতার করা হবে না? সংবাদ মাধ্যম কেন এই প্রশ্ন তুলছে না?” এখানেই থেমে থাকেননি অভিষেক। তিনি তীব্র সুরে কটাক্ষ করে বলেছেন, “পাচার থেকে বিএসএফ যে টাকা তোলে তা অমিত শাহর কাছে যায় না তার ছেলের কাছে?”

abhishek

দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের সকল পদ থেকে বহিষ্কার করা হয়। তবে বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বহাল রাখা হয় তার পদে। মাসখানেক আগে এ বিষয়ে অভিষেক বলেছিলেন সময় আসলে জানতে পারবেন। আজ বীরভূম সফরে গিয়ে অভিষেক রীতিমতো তুলনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তার পুত্রকে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর