Breaking: সরকারি চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা! গ্রেফতার ইউটিউবার অনিন্দ্য চৌধুরী

বাংলা হান্ট ডেস্কঃ প্রতারণার অভিযোগে গ্রেফতার (Arrested) জনপ্রিয় ইউটিউবার অনিন্দ্য চৌধুরী (Anindya Chowdhury)। বেলঘড়িয়া থেকে তাকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ। সরকারি চাকরির নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। বহুদিন থেকেই এই ইউটিউবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল। অবশেষে আজ সকালে গ্রেফতার হন তিনি।

আর কী যাচ্ছে? অভিযোগ, নিজের ইউটিউব ও সমাজমাধ্যমের পেজ ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষকে হেনস্থা করার পাশাপাশি, মিথ্যে অভিযোগ তুলে তার প্রতারণার ফাঁদ চলত। সূত্রের খবর, কলকাতা ছাড়াও আশেপাশের একাধিক জেলায় অনিন্দ্যর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে। আজই আদালতে পেশ করা হবে ইউটিউবারকে।

সূত্রের খবর, ২০১১ সালের পরই উত্থান হয় অনিন্দ্যর। নিমতা থেকেই নিজের ইউটিউবের কাজ চালাতো অনিন্দ্য। শাসক দল তৃণমূলের এক শ্রেণীর নেতার ছত্রছায়ায় বেড়ে উঠেছিল এই ইউটিউবার। তার বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে।

anindya chowdhury

এই অনিন্দ্য চৌধুরী হাওড়ার এক শাসক দলের নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। রাজ্যের একাধিক থানায় ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের পাওয়ার পর বহুদিন কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। অবশেষে গতকাল রাতে রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। আজই আলিপুর আদালতে পেশ করা হবে ইউটিউবারকে।

অন্যদিকে, ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা সজল ঘোষ এদিন নিজের ফেসবুক থেকে একটি পোস্ট করে লেখেন, “অনিন্দ্য চৌধুরী নামে এক বিপ্লবী পুলিশের জালে ৷ তার একমাত্র কাজ সাংবাদিক, রাজনীতিবিদদের ব্যক্তিগত মিথ্যা আক্রমণ করে, নিজের নাম ফাটিয়ে,তোলা তোলা।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর