হাতে থাকত না টাকা! ছোটবেলায় আম্বানির সন্তানদের হাতখরচ শুনলে আকাশ থেকে পড়বেন

বাংলাহান্ট ডেস্ক : বিশ্বের অন্যতম ধনী পরিবার গুলির মধ্যে অন্যতম আম্বানি পরিবার। এই পরিবারের সদস্যদের লাইফ স্টাইল সবার কাছে আগ্রহের বিষয়বস্তু। ইন্টারনেটে মাঝেমধ্যেই আম্বানি পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের পোশাক-আশাক থেকে শুরু করে বিলাসবহুল গাড়ি, ভাইরাল হয় সবকিছুই। কিন্তু জানেন কী মুকেশ আম্বানি তাদের সন্তানদের ছোটবেলায় কত টাকা হাত খরচ দিতেন?

বর্তমানে আম্বানি (Mukesh Ambani) পরিবারের সব সন্তানরাই ধরেছেন কোম্পানির হাল। তারা নিজ গুনে কাজ করে যাচ্ছেন রিলায়েন্সের (Reliance) জন্য। কিন্তু আর পাঁচটা বাচ্চার মত ছোটবেলায় তারাও মুকেশ আম্বানির থেকে হাত খরচা পেতেন। তবে আম্বানি পরিবারের সন্তানরা ছোটবেলায় কত টাকা হাত খরচ পেতেন সেই বিষয়টি নিয়ে নানান জল্পনা কল্পনা রয়েছে।

মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি এবার নিজে সেই কথা ফাঁস করলেন। নীতা আম্বানি সম্প্রতি জানিয়েছেন, ইশা, আকাশ ও অনন্ত ছোটবেলায় পাঁচ টাকা করে পকেট মানি পেতেন। মুকেশ ও নীতা চাইতেন তাদের সন্তানরা আর পাঁচটা সাধারণ বাচ্চার মত বেড়ে উঠুক। অর্থ থাকলেও যাতে অর্থের মহিমা তারা বুঝতে পারে সব সময় সেটাই চাইতেন মুকেশ।

wallet min

নীতা বলেছেন, নীতার কাছে অনন্ত ছোটবেলায় একবার ১০ টাকা চেয়ে বসেছিলেন। এমনকি স্কুলের সহপাঠীরা একবারে তাকে আম্বানির বদলে ভিখারিও বলেছিল। এরপর নীতা আম্বানি অবশ্য পরবর্তীকালে কিছুটা পকেট মানি বাড়িয়েছিলেন সন্তানদের। সেই জন্যই আম্বানি পরিবারের সন্তানরা ছোটবেলা থেকে টাকার গুরুত্ব বুঝতে শিখেছে।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর