আজ IPL-এ ধোনি বনাম সৌরভ! CSK-র হাতেই কি যাত্রার ইতি ঘটবে দিল্লির?

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রীতিমত জমে উঠেছে আইপিএল ২০২৩ (IPL 2023)। টুর্নামেন্টের গ্রূপপর্ব প্রায় শেষ দিকে এসে উপস্থিত। প্রত্যেকটি দলেরই আর মাত্র তিনটি বা চারটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু কেউই এখনো টুর্নামেন্ট থেকে পুরোপুরি ছিটকে যায়নি। কিন্তু আজ সেই ঘটনাটি ঘটতেই পারে। কারণ আজ ভালো ছন্দে থাকার চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি ডেভিড ওয়ার্নারের (David Warner) নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ধোনিদের ঘরের মাঠ থেকেই কি বিদায় নেবে সৌরভ, পন্টিং ওয়াটসনের মতো পরামর্শদাতা সমৃদ্ধ দিল্লি?

সম্ভাবনা অবশ্য পুরো মাত্রায় রয়েছে। নিজেদের ঘরের মাঠে সাম্প্রতিক কিছু ম্যাচে হারতে হলেও চেন্নাই সুপার কিংস অত্যন্ত বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। স্পিনাররা এই পিচে অতিরিক্ত সাহায্য পেয়ে থাকেন সে কথা সকলেই জানেন। আর এই মুহূর্তে চেন্নাইয়ের স্পিনাররাও অত্যন্ত ভালো ছন্দে রয়েছেন। এমন নয় যে দিল্লি যে দুজন স্পিনারকে ব্যবহার করছে তারা ফর্মে নেই, কিন্তু মূলত বিদেশিদের ওপর ব্যাটিং নির্ভর দিল্লি ক্যাপিটালস সামলাতে পারবেন সেই নিয়ে প্রশ্ন রয়েছে।

ব্যাটাররা একবার সেট হয়ে গেলে বড় রান এই চেন্নাই এর পিচে অসম্ভব নয় সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। চেন্নাইয়ের ব্যাটাররা একাধিকবার দেখিয়েছেন কিভাবে এই পিচে রান তোলা যায়। কিন্তু তবু আজ দিল্লি ক্যাপিটালস বেশি নির্ভর করবে তাদের দুই স্পিনার কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের ওপর। চেন্নাইয়ের মূল ভরসা তাদের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড এবং ডেভন কনওয়ে। সেই সঙ্গে ডেথ ওভারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত শ্রীলঙ্কান পেসার মাথিসা পাথিরানা ধোনির হাতের অন্যতম বড় তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছেন। তাকে সঠিকভাবে খেলার রাস্তা এখনো খুঁজে পায়নি বিপক্ষ দল করে।

সম্ভাব্য চেন্নাই সুপার কিংস একাদশ: রুতুরাজ গায়কোয়াড, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, শিবম দুবে, মঈন আলী, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, মহেশ থিকসেনা, মাথিসা পাথিরিনা, দীপক চাহার, তুষার দেশপান্ডে

সম্ভাব্য দিল্লি ক্যাপিটালস একাদশ: ডেভিড ওয়ার্নার, ফিলিপ সল্ট, মিচেল মার্শ, মনীশ পান্ডে, রাইলি রুশো, আমন খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর