‘মুসলিম সংরক্ষণ তুলে দেওয়া নিয়ে রাজনৈতিক মন্তব্য করবেন না’, অমিত শাহকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্ক : শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে অমিত শাহ (Amit Shah)। কর্ণাটকে ৪ শতাংশ মুসলিম কোটা (4%Muslims Reservation in Karnataka) তুলে দেওয়া নিয়ে কোনও রাজনৈতিক মন্তব্য করা যাবে না। পরিষ্কার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, এই মুহুর্তে গোটা বিষয়টি বিচারাধীন। এই প্রসঙ্গে কোনও রাজনৈতিক মন্তব্য করা ঠিক নয়।

বিচারপতি কেএম যোশেফ বিভি নাগারত্ন ও আশানুদ্দিন আমানুল্লাহর বেঞ্চ জানান, গোটা বিষয়টি আদালতের বিচারাধীন। তাছাড়া কর্ণাটকে মুসলিমদের কোটা সংক্রান্ত ব্যাপারে আদালতের নির্দেশ রয়েছে। সেক্ষেত্রে কোনও রাজনৈতিক মন্তব্য করাটা ঠিক হবে না। এটা উপযুক্ত হবে না। কিছু পবিত্রতা মেনে চলতেই হবে।

amit shah

৪ শতাংশ মুসলিম কোটা তুলে দেওয়া নিয়ে আবেদনকারীদের পক্ষে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন আইনজীবী দুষ্মন্ত দাভে। তিনি অভিযোগ করে বলেন, রোজ স্বরাষ্ট্রমন্ত্রী কর্ণাটকে দাবি করছেন তাঁরা ৪ শতাংশ মুসলিম কোটা তুলে দিয়েছেন। কেন এই ধরনের মন্তব্য করা হচ্ছে?

এদিকে সলিসিটর জেনারেল তুষার মেহেতা কর্ণাটক সরকারের তরফে সওয়াল করছিলেন। তিনি বলেন, এই ধরনের কোনও মন্তব্য করা হয়েছে বলে তাঁর জানা নেই। যদি কেউ বলে থাকেন যে ধর্মের ভিত্তিতে কোনও কোটা থাকবে না তবে তার মধ্যে ভুলের কী আছে?

বিচারপতি যোশেফ বলেন, সলিসিটর জেনারেল কোর্টের মধ্যে একটা কথা বলছেন তাতে সমস্যার কিছু নেই, কিন্তু কেউ যখন বিচারাধীন কোনও বিষয় নিয়ে কোর্টের বাইরে কথা বলেন তখনই সেটা ঠিক হয় না। ১৯৭১ সালে কোর্টের নির্দেশের বাইরে গিয়ে এক রাজনৈতিক নেতা সাংবাদিক বৈঠক করেছিলেন, তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল।

অ্যাডভোকেট দাভে বলেন, রোজ এই ধরনের মন্তব্য করা হচ্ছে। সলিসিটর জেনারেল বলেন, ‘আইনজীবী দাভে যাতে কোর্টের মধ্যে এই ধরনের কথা না বলেন সেটা দেখা দরকার। এরপরই বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, কোর্টটাকে রাজনৈতিক মঞ্চ করতে দেব না। আমরা এর পার্টি হতে পারব না।’

Sudipto

সম্পর্কিত খবর