বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরের অক্টোবর মাস থেকে শুরু হবে ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023), এমনটা আগেই নিশ্চিত করা হয়ে গিয়েছিল। কিন্তু অন্যান্য বার বিশ্বকাপের এক বছর আগে থেকেই সূচি নির্ধারিত হয়ে যায়। ভারতে আয়োজিত হতে চলা এই ওডিআই বিশ্বকাপের ক্ষেত্রে তেমনটা করা যায়নি কারণ সেই সময় গোটা দেশ জুড়ে চলবে উৎসবের মরশুম তার পাশাপাশি কল সংক্রান্ত কিছু ঝামেলা নিয়েও ভারত সরকারের সঙ্গে আইসিসির (ICC) মতবিরোধ ঘটেছিল। তবে যত দিন যাচ্ছে এখন বিশ্বকাপের সূচি নিয়ে নানান রকম আপডেট প্রকাশ্যে আসতে থাকছে।
আজ, ১০ই মে ওডিআই বিশ্বকাপে ভারতের সূচি নিয়ে তেমন কিছু তথ্য প্রকাশ্যে এসেছে। তার আগে জানা গিয়েছে যে ২০১৯ সালে যেই দুই দল বিশ্বকাপ ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল সেই নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়েই ৫ই অক্টোবর আরম্ভ হবে আসন্ন ওডিআই বিশ্বকাপের যাত্রা। আয়রনের দায়িত্বে দেওয়া হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের ওপর। বিশ্বকাপের প্রথম ম্যাচ এবং ফাইনাল ম্যাচ আয়োজন করবে বিশ্বের সবচেয়ে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম।
এই নিয়ে অবশ্য কিছু অসন্তোষও দেখা দিয়েছে। ভারতের অনুষ্ঠিত কোনো টুর্নামেন্টের যাবতীয় গুরুত্বপূর্ণ ম্যাচ কেন শুধুমাত্র আহমেদাবাদকেই দেওয়া হচ্ছে এই নিয়ে অনেক ক্রিকেটপ্রেমীই অভিযোগ তুলেছেন। তবে ভারতের এই টুর্নামেন্টে প্রথম ম্যাচটি আহমেদাবাদ নয় হবে চেন্নাইয়ে। সেই ম্যাচের দিনক্ষণ সম্পর্কে কোন তথ্য এখনো পর্যন্ত না পাওয়া গেলেও জানা গিয়েছে চিপকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের মধ্যে দিয়ে নিজেদের যাত্রা শুরু করবে ভারত।
সেই সঙ্গে তথ্য পাওয়া গিয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়েও। জানা গিয়েছে মহালয়ার ঠিক পরের দিন অর্থাৎ ১৫ ই অক্টোবর প্রথমার দিন ভারত এবং পাকিস্তানের একে অপরের মুখোমুখি হবে। যদিও কোন স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচ আয়োজিত হবে সেই সংক্রান্ত কোনও তথ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। তবে কলকাতা সেই সময় ব্যস্ত থাকবে দূর্গাপূজার প্রস্তুতিতে তাই কলকাতায় ওই হাইভোল্টেজ ম্যাচ আয়োজন হওয়ার সম্ভাবনা কিছুটা কম।
জানা গিয়েছে পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচগুলি আহমেদাবাদ, হায়দরাবাদ, ব্যাঙ্গালোর এবং এবং চেন্নাইয়ের মাটিতে খেলবে। নিজেদের জেদ ছেড়ে শেষপর্যন্ত ভারতে আসতে রাজি হয়েছে পিসিবি। গতবার অর্থাৎ ২০১১ সালে শেষবার যখন ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ আয়োজিত হয়েছিল তখন ফাইনাল আয়োজন করা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম আসন্ন বিশ্বকাপের সেমিফাইনালে আয়োজন করবে। আপাতত এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।