নবজোয়ারে জোর ধাক্কা! অভিষেক কোচবিহার ছাড়তেই দল ছেড়ে BJP-তে যোগ ৫০০ নেতা-কর্মীর

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে পায়ের তলার মাটি শক্ত করতে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিতে মেতে উঠছে শাসকদল। গোটা রাজ্যে জনসংযোগ গড়ে তুলতে দুমাসের জন্য বঙ্গ সফরে বেড়িয়েছেন তৃণমূলের (Trinamool) সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেক এই কর্মসূচির সূচনাই করেছিলেন উত্তরবঙ্গের কোচবিহার (Coochbehar) থেকে। তবে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক জেলা ছাড়তে না ছাড়তেই বড় ভাঙন তৃণমূলে।

সূত্রের খবর, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) হাত ধরে দিনহাটার ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ আরও তিনজন পঞ্চায়েত সদস্য তৃণমূল ছেড়ে নাম লেখালেন গেরুয়া শিবিরে। পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল সভাপতি সহ প্রায় পাঁচ শতাধিক কর্মী সমর্থক এদিন যোগ দেন বিজেপিতে (BJP)।

   

পঞ্চায়েত ভোটের আগে এত কর্মী-সমর্থকদের দল বদলে তৃণমূলের অস্বস্তি কিছুটা হলেও বাড়লো বলেই মনে করছে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এদিন ভেটাগুড়িতে এক পথসভার আয়োজন করে বিজেপি। সেখানেই নিশীথ প্রামানিকের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।

bjp flag

প্রসঙ্গত, ভেটাগুড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের দশ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে একজন বিজেপিতেই ছিলেন। এদিন প্রধান সহ আরও তিনজন পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগদান করায় সেই সংখ্যা দিয়ে দাঁড়ালো পাঁচ এ। ভোটপূর্বে এত সংখ্যক নেতা-কর্মী দলে যোগ দেওয়ার বেজায় উচ্ছ্বসিত বিজেপি শিবির।

এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন, “আগামী দিনে শুধু এই অঞ্চল নয়, গোটা কোচবিহার তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে আমরা যোগদান কর্মসূচি আয়োজন করেছি। যেখানে তৃণমূল কর্মীরা বিজেপি-তে যোগ দিতে পারবেন। যারা যোগদান করছেন তাদের সকলে স্বাগত জানাই।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর