কথা রাখলেন সৌমিত্র খাঁ! নিজের কেন্দ্রে একাধিক ট্রেনের স্টপেজ দিয়ে নজির গড়লেন BJP সাংসদ

বাংলা হান্ট ডেস্ক : ফের এক ফেসবুক লাইভ করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বিষ্ণুপুরের সাংসদ এদিন দাবি করেন তাঁর লোকসভা কেন্দ্র কাজের নিরিখে তিনি সফলতা পেয়েছেন। যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা পূরণ করতে পেরেছেন। এরপর তিনি দাবি করেন ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) মানুষের জন্য কাজ করে, এবং তিনি বিষ্ণুপুর লোকসভাকে সেরা কেন্দ্র হিসাবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দেন এদিন।

ফেসবুক লাইভটির উপরে সৌমিত্র খাঁ লেখেন, ‘পরিশ্রম সাফল্যের চাবিকাঠি। ভারতীয় রেল মানবদেহের রক্তের মতো,কখনো বেইমানি হতে পারে না। আমি সৌমিত্র খাঁ, বিষ্ণুপুর লোকসভায় যে সকল কাজগুলি করার জন্য ঘোষণা করেছিলাম একটু সময় লাগলেও সব করে দেখেয়েছি।

বিষ্ণুপুরের সাংসদ এদিন আরও লেখেন, ‘বিষ্ণুপুর লোকসভাবাসীর আবেদন ছিল হাওড়া-চক্রধরপুর ট্রেন স্টপেজ সেটিও আগামী ১৫ মে হাওড়া-চক্রধরপুর ট্রেন বিষ্ণুপুরে এবং পুরুলিয়া এক্সপ্রেস ওন্দাতে স্টপেজ দিবে। রেলদফতর থেকে আসা অর্ডার কপিটাও দেওয়া হল। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কে।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাঢ়বঙ্গ নিয়ে সরব হন বিজেপি সাংসদ সৌমিত্র খান। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান মূলত জঙ্গলমহল এলাকা নিয়ে নতুন রাজ্য চাইছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁকে বলতে শোনা গেছে উত্তরবঙ্গ যদি ভাবতে পারে তাহলে জঙ্গলমহলের মানুষও নিজেদের উন্নয়ন নিয়ে ভাবা উচিত। এলাকার যুব সমাজের কথা মাথায় রেখে, সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে নতুন রাজ্য গঠন করা উচিত।

পশ্চিমবঙ্গ সরকারের এই জেলাগুলোকে নিয়ে তেমন কিছু পরিকল্পনা নেই বলেই তিনি মনে করেন। কলকাতার বাবুদের জন্য বঞ্চনার শিকার হতে হয়েছে জঙ্গলমহলকে। তাঁর মতে যদি ২৩ টি জেলা থেকে ৪৬টি জেলা গঠন সম্ভব তাহলে জঙ্গলমহলেরও নতুন রাজ্যরূপে স্বীকৃতি পেতে অসুবিধা নেই। জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানাবেন বলেও খবর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর