ভোটের মুখে ছাড়লেন ‘হাত’! BJP-তে যোগ দিলেন এই হেভিওয়েট কংগ্রেস প্রার্থী, শোরগোল রাজ্যে!

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘দিল্লি দখলের লড়াই’। তবে এখনও দলবদলের ধারা অব্যাহত। এবার যেমন মনোনয়নপত্র প্রত্যাহার করে বিজেপিতে (BJP) যোগ দিলেন এক হেভিওয়েট কংগ্রেস (Congress) প্রার্থী। যে কারণে ভোটের (Lok Sabha Election 2024) মুখে কংগ্রেস শিবির জোর ধাক্কা খেল বলে অনুমান ওয়াকিবহাল মহলের।

একদিন আগেই কংগ্রেস প্রার্থী অক্ষয় বামের (Akshay Kanti Bam) মনোনয়ন খারিজ হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার রীতিমতো ‘খেলা’ ঘুরিয়ে দিলেন ইন্দোরের এই নেতা। মনোনয়ন প্রত্যাহার করে বিজেপিতে যোগদান করলেন তিনি। ক্যাবিনেট মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya নিজের হ্যান্ডেলে টুইট করে একথা জানিয়েছেন।

আজ দুপুর ১২টা নাগাদ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে কৈলাশ লেখেন, ‘ইন্দোর থেকে কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী শ্রী অক্ষয় কান্তি বামকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং রাজ্য সভাপতির নেতৃত্বে বিজেপি শিবিরে স্বাগত জানাচ্ছি’।

আরও পড়ুনঃ চরম ফাঁসলেন কালীঘাটের কাকু! প্রেসিডেন্সি জেলে বিরাট কাণ্ড ঘটাচ্ছে CBI, আজই ফাঁস হবে ‘সেই’ নাম?

ভোটের মাঝে অক্ষয়ের এই দলবদলের খবরে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন সদ্য কংগ্রেস ত্যাগী এই নেতা। অর্থাৎ সেদিন থেকে দেখলে ইন্দোরের বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানিকে আর তেমন কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না।

Akshay Kanti Bam Lok Sabha Election 2024

উল্লেখ্য, দিন চারেক আগে অক্ষয় কান্তি বাম সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে ১৭ বছর পুরনো হত্যাচেষ্টা মামলার মেয়াদ বৃদ্ধি করা হয়। আগামী ১০ মে মামলার আগামি শুনানি রয়েছে। সেই সঙ্গে অক্ষয়ের সঙ্গে অন্যদের অশান্তি বৃদ্ধি পেতে থাকে। এর মাঝেই জানা গেল তিনি লোকসভা ভোট থেকে সরে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, কংগ্রেসের ‘হাত’ ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অক্ষয়।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর