বাংলাহান্ট ডেস্ক : মুকেশ আম্বানি (Mukesh Ambani) পরিবারের সদস্যদের শখের কথা কারোরই অজানা নয়। বিশেষ করে নীতা আম্বানির বিভিন্ন শখ রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। মোট কথা আম্বানি পরিবারের সকল সদস্যই বেশ সৌখিনতার সাথে জীবন যাপন করেন। অনেকেই হয়তো জানেন না খাবারের ব্যাপারেও আম্বানি পরিবারের সদস্যদের বিশেষত্ব রয়েছে। নিজস্ব আমবাগান রয়েছে আম্বানি পরিবারের। সেই বাগানে বিশেষ আমের চাষ হয়।
গুজরাটে আম্বানিদের ৬০০ একর আমবাগান রয়েছে। বর্তমানে দেশের সব থেকে বড় আম রপ্তানি কারক সংস্থা হয়ে উঠেছে রিলায়েন্স। মুকেশ আম্বানি মাত্র ২ দশকের মধ্যেই এই আম বাগানকে সুবিশাল করে তুলেছেন। দেশি-বিদেশি মিলিয়ে এই আম বাগানে রয়েছে প্রায় দেড় লক্ষ্ আমগাছ। গুজরাটের এই আম বাগানটির নাম ধীরুভাই আম্বানি লখিবাগ আমরাই।
প্রায় ২০০ র বেশি জাতের আমগাছ রয়েছে ধীরুভাই আম্বানি লখিবাগ আমরাইতে। কেসর, আলফোনসো, রত্না, সিন্ধু, নীলম এবং আম্রপালী ছাড়াও বিভিন্ন বিদেশি জাতের আমগাছ রয়েছে এই বাগানে। ফ্লোরিডার টমি অ্যাটকিন্স, কেন্ট এবং ইসরায়েলের লিলি, কেট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মায়া জাতের বিখ্যাত সব আম গাছ এই বাগানে চাষ হয়।
বর্তমানে রিলায়েন্সের আম খুবই জনপ্রিয় বাজারে। ‘RIL আম’ নামে আম্বানিরা আম বিক্রি করে থাকে। আমের পাশাপাশি এই বাগানে পেয়ারা, তেঁতুল, কাজু, ব্রাজিলিয়ান চেরি, সপোতা, পীচ, ডালিম এবং কিছু ঔষধি গাছও চাষ করা হয়ে থাকে। রিলায়েন্সের পক্ষ থেকে আমকে বাজারজাত করার জন্য গঠন করা হয়েছে জামনগর ফার্মস প্রাইভেট লিমিটেড।