বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিরাট কোহলি (Virat Kohli) ক্রিকেটের ইতিহাসের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। বর্তমান যুগে অনেকেই তাকে সেরা ব্যাটারের খেতাব দিয়ে থাকে। তার জীবন কাহিনীও যথেষ্ট অনুপ্রেরণামূলক। সোনার চামচ মুখে নিয়ে জন্মাননি প্রাক্তন ভারতীয় অধিনায়ক। যথেষ্ট পরিশ্রম করে নিজেকে ভারতীয় দলে নিয়মিত করে এবং তারপর সবচেয়ে বড় তারকা হিসাবে প্রতিষ্ঠা করেছেন।
ক্রিকেটার বিরাটের জীবন সংগ্রামের কাহিনী অনেকেই উদ্বুদ্ধ করে। বাবাকে হারিয়েও সেই দিনেই ব্যাটিং করতে এসে নিজের দলকে কঠিন পরিস্থিতি থেকে বাঁচিয়েছিলেন তিনি। তার প্রচুর ভক্তই তার জীবন সংগ্রামের সঙ্গে একাত্ম হয়ে পড়েছে। আজ পৃথিবীর সবথেকে ধনী ক্রিকেটারদের মধ্যে একজন। অনেক পরিশ্রমের পরেই এই জায়গায় পৌঁছাতে পেরেছেন বিরাট।
ভারতীয় দলের জার্সিতে দীর্ঘদিন ধরে ম্যাচ জেতানো পারফরম্যান্স করার পর গত কয়েক বছরে বিরাট কোহলির সময়টা অত্যন্ত খারাপ কেটেছিল। তার ব্যাটে দেখা দিয়েছিল রান খরা, যা একেবারেই বিরাট সুলভ নয়। কিন্তু সেই খারাপ সময় কাটিয়ে উঠেছেন তিনি। গত বছরে সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজিত এশিয়া কাপে বিরাট কোহলি আবার নিজের চির পরিচিত ছন্দে ফিরেছিলেন। আর তাকে ছন্দে ফিরতে দেখে তার বাকি ভক্তদের মতোই খুশি হয়েছিলেন তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
মূলত তেলেগু এবং তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করা সামান্থা, আরও অনেকের মতই ভারতীয় ক্রিকেট দলে বিরাট কোহলির ফ্যান। এই মুহূর্তে সবচেয়ে বেশি রোজগার করা দক্ষিণী সিনেমা জগতের এই নক্ষত্র জানিয়েছেন বিরাট কোহলি যখন খারাপ সময় কাটিয়ে উঠে নিজের প্রথম সাধারণটি করেছিলেন তখন তিনি আনন্দে প্রায় কেঁদে ফেলেছিলেন।
এর কারণ বলতে গিয়ে জানিয়েছেন যে বিরাট কোহলি তার কাছে একজন অনুপ্রেরণা। গত বছর এশিয়া কাপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৭১ তম এবং নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের প্রথম শতরানটি করে কোহলি ছন্দে ফিরেছিলেন। তার আগে প্রায় তিন বছর তার ব্যাট থেকে কোনও শতরান আসেনি।