চলন্ত গাড়িতে ব্রেক ফেল হলে কি করবেন? এই টিপসগুলি মাথায় রাখলেই এড়িয়ে যাবেন বড় বিপদ

বাংলা হান্ট ডেস্ক: গাড়ি চালানোর সময় প্রতিটি মুহূর্তেই সতর্ক থাকতে হয়। নাহলে মুহূর্তের ভুলে ঘটে যেতে পারে বড়সড় বিপদ। এদিকে, অনেকে আবার আবার চলন্ত গাড়িতেই ব্রেক ফেলের (Brake Fail) সম্মুখীন হন। সেক্ষেত্রেও থাকে বিপদের আশঙ্কা। পাশাপাশি, ওই পরিস্থিতিতে ঠিক কি করণীয় সেটা অনেকেই জানেন না। যার ফলে বিপদের সম্মুখীন হন কেউ কেউ। তবে, কিছু জিনিস মাথায় রাখলেই কিন্তু এহেন বিপদ এড়িয়ে চলা সম্ভব। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমার আপনাদের জানাবো যে চলন্ত গাড়ির ব্রেক ফেল হয়ে গেলে ঠিক কি কি করা উচিত।

এইভাবে গাড়ি নিয়ন্ত্রণ করুন: চলন্ত গাড়িতে ব্রেক ফেল হয়ে গেলে সেই সময়ে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন। এই সমস্যা সমাধানের জন্য আপনাকে আপনার গাড়ির গতি ধীরে ধীরে কমাতে হবে। আপনার গাড়ি যদি টপ গিয়ারে থাকে তবে সেটিকে লোয়ার গিয়ারে নামিয়ে আনুন। তবে খেয়াল রাখবেন, যাতে সরাসরি পঞ্চম থেকে প্রথম গিয়ারে না আসে। নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি, বারবার ব্রেক প্রেস করতে থাকুন। এর ফলে ব্রেকগুলি সঠিক প্রেশার পায় এবং অনেকক্ষেত্রে আবার কাজও শুরু করে দেয়।

ইমারজেন্সি লাইট এবং হর্ন: বিপদে পড়লে সাথে সাথে গাড়ির হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দিন। এর ফলে আপনার গাড়ির পেছনে থাকা গাড়িগুলি সতর্ক হয়ে যাবে। পাশাপাশি, আপনি হর্ন, ইন্ডিকেটর এবং হেডল্যাম্প-ডিপার দিয়ে অন্যান্য যানবাহনকে সংকেত দিতে পারেন।

রিভার্স গিয়ার প্রয়োগ করবেন না: চলন্ত গাড়িতে রিভার্স গিয়ার প্ৰয়োগ করবেন না। এতে দুর্ঘটনা ঘটতে পারে। এমতাবস্থায়, আপনাকে শুধুমাত্র ক্লাচ ব্যবহার করে এগিয়ে যেতে হবে। আপনি যদি এইভাবে গাড়ি চালান, তবে AC-ও চালু করে দিন। এতে ইঞ্জিনের ওপর চাপ বেড়ে যায় এবং গাড়ির গতি কমে আসে।

ব্যবহার করুন হ্যান্ডব্রেক: আপনি যখন প্রথম বা দ্বিতীয় গিয়ারে গাড়ির গতিবেগ নামিয়ে নিয়ে আসেন এবং গতি প্রায় ৪০ কিমি প্রতি ঘন্টা হয়, তখন আপনি সরাসরি হ্যান্ডব্রেক প্রয়োগ করে আপনার গাড়িটিকে থামাতে পারেন। তবে নজর রাখবেন সেইসময় পেছন থেকে কোনো যানবাহন আসছে কি না। এদিকে, যদি আপনার গাড়ি খুব গতিশীল থাকে সেক্ষেত্রে হ্যান্ডব্রেক ব্যবহার করলে গাড়ি উল্টে যেতে পারে। তাই, হ্যান্ডব্রেক ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক হন।

whatsapp image 2023 05 12 at 9.04.36 pm

আশেপাশে নজর রাখুন: চলন্ত গাড়িতে ব্রেক ফেল হয়ে গেলে রাস্তার আশেপাশে যদি বালি বা কাদা থাকে তাহলে গাড়িটি নিয়ন্ত্রণ করে সেদিকে এগিয়ে যান। এর ফলে গাড়ির গতি কমে আসবে এবং সেটি বন্ধও হয়ে যাবে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর