শোভনের সঙ্গে বিচ্ছেদ হতেই স্বস্তিকাকে জড়ালেন ইমন! শত্রুর শত্রুই বন্ধু, বলছেন নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: বিনোদুনিয়ায় প্রাক্তনদের ছড়াছড়ি। এমনিতেই দুদিন অন্তর অন্তর সম্পর্ক ভাঙার জন্য বদনাম রয়েছে এই ইন্ডাস্ট্রির। উপরন্তু অনেক ক্ষেত্রেই পথ আলাদা হওয়ার পর মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় প্রাক্তন প্রেমিক প্রেমিকার। কিন্তু এই সুযোগে যদি প্রাক্তনের প্রাক্তন ভাল বন্ধু হয়ে ওঠে, তাহলে? সেটাই করে দেখালেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং স্বস্তিকা দত্ত (Swastika Dutta)।

তাঁরা দুজনেই বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম। একজন জাতীয় পুরস্কার জয়ী সঙ্গীতশিল্পী আর অন্যজন ছোটপর্দা বড়পর্দার পরিচিত মুখ। তবে তাঁদের আরো একটি পরিচয় রয়েছে। তাঁরা দুজনেই সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly) প্রাক্তন প্রেমিকা। স্বস্তিকা সদ্য প্রাক্তন হয়েছেন। ইমনের সঙ্গে বিচ্ছেদের পরেই নতুন সম্পর্কে জড়ান শোভন। কিন্তু স্বস্তিকাও টিকলেন না।

swastika shovan 1

বিগত কয়েক মাস ধরে শোভন স্বস্তিকার সম্পর্ক ছিল চর্চার হট টপিক। শেষমেষ অভিনেত্রী নিজেই বিচ্ছেদের কথা স্বীকার করে নিতে থিতিয়ে যায় জল্পনা। কিন্তু গুঞ্জন ছড়িয়েছিল, শোভনের প্রাক্তন প্রেমিকার নাক গলানোতেই নাকি ভাঙন ধরে স্বস্তিকার সঙ্গে সম্পর্কে। আর শোভনের প্রাক্তন যে কে তা জানতে বাকি নেই কারোরই।

তবে ইমনকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেছিলেন, শোভনের ভাল তিনি আগেও চেয়েছিলেন। এখনো তাই চান। তাঁদের বিচ্ছেদ হয়েছে কিনা তা তিনি জানেন না, কিন্তু সেটা হোক তা তিনি চানও না। তাঁর নামে যা গুজব রটেছে সেটা তিনি পাত্তাও দিতে চান না। নিজের স্বামীকে নিয়ে তিনি সুখী আছেন।

যদিও তখন ইমনের এই মন্তব্যের উত্তরে কিছু বলেননি স্বস্তিকা। কিন্তু সম্প্রতি তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করে সবাইকে চমকে দিলেন গায়িকা। পাশাপাশি দাঁড়িয়ে ইমন স্বস্তিকা। একে অপরকে জড়িয়ে ধরে হাসি মুখে পোজ দিয়েছেন দুজনেই। ক্যাপশনে ইমন লিখেছেন, ‘ওকে বাই! স্বস্তিকা এবার কী হবে?’

iman swastika

এভাবেই পরোক্ষে নিন্দুকদের তাঁরা জবাব দিয়েছেন বলে মনে করছেন নেটিজেনরা। অবশ্য ব্যঙ্গাত্মক কটাক্ষও কম আসেনি। একজন লিখেছেন, ‘আহা! এভাবেই শোভনীয়তা ছড়িয়ে পড়ুক বছরের পর বছর’। আরেকজন গানের লাইন তুলে লিখেছেন, ‘আমার চোখে তো সকলই শোভন’। এসেছে বলিউডের দীপিকা ক্যাটরিনা প্রসঙ্গও। আবার কারোর মতে, স্টক করতে গিয়ে ফেসবুক গ্লিচে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাওয়ার পর যখন আর কিছু করার থাকে না।


Niranjana Nag

সম্পর্কিত খবর