প্রাণ হাতে করেই কলকাতার বুকে সলমন, ভরসা শেরা, কত টাকা দিয়ে আনলেন দেহরক্ষীকে?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষা ছিল বিগত বেশ কয়েক মাস ধরে। কলকাতায় আসবেন সলমন খান (Salman Khan)। তিলোত্তমা মেতে উঠবে ভাইজানের নাচের স্টেপ আর দাবাং গিরির ছন্দে। কিন্তু লাগাতার খুনের হুমকির জন্য নিরাপত্তা ইস্যুতে পিছিয়ে যায় শো। অবশেষে ১৩ মে ১৩ বছর পর কলকাতার মঞ্চ মাতাতে চলেছেন সল্লু ভাই। ইতিমধ্যেই শহরে চলে এসেছেন তিনি। সঙ্গে ছায়াসঙ্গী শেরা (Shera)।

খুনের হুমকি পাওয়া ইস্তক নিরাপত্তা ব্যবস্থা আরো বেড়েছে সলমনের। তিনি নিজে উদ্যোগ নিয়ে আত্মরক্ষার বন্দোবস্ত করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পেয়েছেন Y+ ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু একজনকে কখনোই কাছছাড়া করেননি সলমন। তিনি হলেন তাঁর ব্যক্তিগত দেহরক্ষী শেরা।

salman shera

১৯৯৫ সাল থেকে ভাইজানের নিরাপত্তায় নিয়োজিত শেরা। নিজস্ব একটি সিকিউরিটি সংস্থা থাকলেও সলমনের নিরাপত্তা নিশ্চিত করেন তিনি নিজেই। সর্বক্ষণ তারকার পাশে বা পেছনে ছায়ার মতো ঘুরে বেড়ান তিনি। তাঁকে টপকে সলমনের কাছে পৌঁছানো কার্যত অসম্ভব। নিজের প্রাণ দিয়ে অভিনেতাকে রক্ষা করেন শেরা।

বদলে অবশ্য মাস শেষে মোটা অঙ্ক পান শেরা। সূত্রের খবর মানলে, শেরাকে পারিশ্রমিক হিসাবে ২ কোটি টাকা দেন অভিনেতা। এছাড়াও তাঁর জন‍্য আরো অনেক কিছুই করেন সলমন। সর্বোপরি তাঁকে নিজের ভাইয়ের মতো দেখেন অভিনেতা। কলকাতাতেও তাঁর সঙ্গেই এসেছেন শেরা।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে শুরু হবে ‘দা-বাং দ্য ট্যুর রিলোডেড’। সলমন তো রয়েছেনই শোয়ের কেন্দ্রে। এছাড়াও থাকছেন সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, আয়ুষ শর্মারা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সেরে নিয়েছেন সলমন।

জানা যাচ্ছে, এদিন সলমনকে লাল হলুদ উত্তরীয় দিয়ে স্বাগত জানিয়ে ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ কয়েন তুলে দেওয়া হবে তাঁর হাতে। এছাড়াও উপহার হিসেবে থাকছে ২৭ নম্বর লেখা জার্সি এবং ইস্টবেঙ্গল ক্লাবের লাইফটাইম মেম্বারশিপ কার্ড।

সম্পর্কিত খবর

X