খারাপ টিআরপির রেকর্ড, ‘অনুরাগের ছোঁয়া’র ধাক্কা খেয়ে মোটে দেড় মাসেই শেষ হচ্ছে এই সিরিয়াল!

বাংলাহান্ট ডেস্ক: নিত্যদিনের বিনোদনের সবথেকে জনপ্রিয় মাধ্যম হল মেগা সিরিয়াল (Serial)। চ্যানেল কম নেই টেলিভিশনে আর সেসব চ্যানেলে সিরিয়ালেরও কমতি নেই। কিন্তু নতুন সিরিয়াল যে হারে শুরু হয় সেভাবেই আবার শেষও হয়ে যায়। দর্শক মুখ ফেরালে শুরু হতে না হতেই নির্ধারিত হয়ে যায় যেকোনো সিরিয়ালের ভাগ্য। জি বাংলারই একটি সিরিয়াল মাত্র দেড় মাস হতে না হতেই বিদায় নিতে চলেছে চ্যানেল থেকে।

যেকোনো সিরিয়ালের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল টিআরপি। দর্শকরা কোন সিরিয়াল বেশি দেখছে আর কোনটা কম, তার উপরে নির্ভর করে টিআরপি রেটিং। যত বেশি দর্শক তত বেশি টিআরপি। সিরিয়াল নতুন হলেই যে টিআরপি হাই হবে এর কোনো মানে নেই। গল্প এবং কলাকুশলীদের অভিনয় কতটা আকর্ষণ করতে পারছে দর্শকদের তার উপরে ভিত্তি করেই কমে বাড়ে রেটিং।

mukut serial

আর এক্ষেত্রে একেবারে গোহারা হেরেছে জি এর সবথেকে নতুন সিরিয়াল ‘মুকুট’। মাত্র মাস খানেক আগেই সম্প্রচার শুরু হয়েছে এই সিরিয়ালের। মুকুট এমন এক মেয়ে যে বিশ্বাস করে, দেবী মায়ের হাতে অস্ত্র নয়, বরং শোভা পায় ফুল। আবার এই মুকুটই ছদ্মবেশে গুণ্ডা সংহার করে। সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে শ্রাবণী ভুঁইয়া, শ্রীপর্ণা রায়, আনন্দ বোস, নবাগত অর্ঘ্য মিত্রদের।

রাত সাড়ে নটার টাইম স্লটে সম্প্রচারিত হত মুকুট। বা বলা ভাল হত। ইতিমধ্যেই বদলে দেওয়া হয়েছে এই সিরিয়ালের সম্প্রচারের সময়। এবার থেকে রাত সাড়ে নটার সময়ে দেখা যাবে ‘ইচ্ছে পুতুল’। আর মুকুট বদলে দেওয়া হয়েছে রাত দশটায়। আগামী ১৫ মে থেকেই কার্যকরী হবে এই বদল।

তবে টেলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, আপাতত স্লট বদলালেও খুব তাড়াতাড়ি হয়তো পাততাড়ি গোটাতেও হতে পারে মুকুটকে। কারণ অনুরাগের ছোঁয়ার বিপরীতে এতদিন অত্যন্ত কম টিআরপি দিয়ে এসেছে এই সিরিয়াল। স্লট বদলানোর পরেও একই হাল থাকলে অকালেই শেষ করে দেওয়া হতে পারে সিরিয়ালটি। তবে এ ব্যাপারে এখনো কোনো ঘোষণা করা হয়নি চ্যানেলের তরফে।


Niranjana Nag

সম্পর্কিত খবর