ইস্টবেঙ্গল কর্তারাই হয়ে দাঁড়াচ্ছেন ক্লাবের শত্রু? মারাত্মক অভিযোগ তুলে পদত্যাগ মহিলা কোচ সুজাতার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ খারাপ সময়ে যেন কিছুই ছাড়তে চাইছে না ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের। এই মুহূর্তে প্রতিবেদনটি লেখার সময় তাদের ক্লাব কর্তারা ব্যস্ত সালমান নাইট নিয়ে। ইস্টবেঙ্গল মাঠে জমকালো ভাবে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান। এরই মধ্যে আচমকা ইস্টবেঙ্গল মহিলা দলকে অভূতপূর্ব সাফল্য এনে দেওয়া মহিলা কোচ সুজাতা কর পদত্যাগ করলেন।

গোকুলামের কাছে বিশ্রীভাবে হেরে ইন্ডিয়ান ওমেন্স লিগের যাত্রাটা শুরু হয়েছিল তার। কিন্তু তারপর সুজাতার তত্ত্বাবধানে পরপর ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়ে পরের বছরের জাতীয় লিগে যোগ্যতা অর্জন করার পাশাপাশি নক আউটও নিশ্চিত করে ফেলেছিল লাল হলুদ মহিলা দল। আগামী ১৬ই মে কোয়ার্টার ফাইনালে নামছে তারা। তার আগে পদত্যাগ করে ইস্টবেঙ্গল কোচ সুজাতা কর সমর্থকদের চিন্তায় ফেলে দিলেন। কিন্তু কেন আচমকাই এমন সিদ্ধান্ত নিলেন তিনি।

sujata kar

পদত্যাগের জন্য মারাত্মক অভিযোগ এনেছেন ইস্টবেঙ্গল কর্তা দীপ্তেন্দু মোহন বোসের বিরুদ্ধে। তিনি বলেছেন, “দীপ্তেন্দু মোহন বোস আমাকে প্ৰথম দিন থেকে অপমান করে চলেছেন। ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসি আমি। কিন্তু তার মানে এই নয় যে নিজের সম্মান বিসর্জন দিয়ে দেব। আমার সম্মানে আঘাত করার অধিকার কারোরই নেই, সে যেই হোক না কেন।

তিনি আরও জানিয়েছেন যে এই ইস্টবেঙ্গল কর্তা বারংবার টিম সিলেকশনে হস্তক্ষেপ করছিলেন। সেই সঙ্গে তিনি সুজাতার ক্লাস তুলে বারবার অপমান করেছেন। এই বিষয়গুলি তার পক্ষে স্বীকার করে নেওয়া সম্ভব হয়নি। তাই দলের সঙ্গে আজ নিজের জন্মদিন উদযাপন করে তারপর এই ঘোষণা করেছেন তিনি। কিছুদিন আগেই নিজের অসুস্থ মেয়েকে হাসপাতালে দেখভাল করার পাশাপাশি তিনি ইস্টবেঙ্গল কোচিং এর দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন সমান তালে। অন্তত তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার ক্ষমতা নেই কারোরই।

 

ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সময়টা গত কয়েক বছর ধরে একেবারেই ভাল যাচ্ছে না। তাদের সিনিয়র পুরুষ দল আইএসএল যোগ দেওয়ার পর থেকেই সম্পূর্ণরূপে ধ্বসে গিয়েছে। ডেভেলপমেন্ট লিগে সবুজ মেরুণ শিবিরকে হারিয়ে জোনাল চ্যাম্পিয়ন হলেও তারা নেক্সট জেন লিগ খেলার সুযোগ পায়নি পরবর্তী রাউন্ডে। একমাত্র মহিলা দলের পারফরম্যান্স ছিল অত্যন্ত প্রশংসাজনক। কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় মহিলা লীগেও তারা অসাধারণ পারফরম‍্যান্স করে চলেছে। কিন্তু এখন সেখানেও তৈরি হলো অনিশ্চয়তার জায়গা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর