বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রভসিমরণের (Prabhsimran Singh) অসাধারণ শতরানের পরে বোলারদের অনবদ্য বোলিং। দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) উড়িয়ে দিয়ে আইপিএল (IPL 2023) প্লে অফের দৌড়ে টিকে রইলো প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। আপাতত কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির আরসিবিকে টপকে তারা পয়েন্টস টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো। তাদের হাতে রয়েছে এখনও দুটি ম্যাচ। প্লে অফ নিশ্চিত করতে গেলে দুটি ম্যাচেই জিততে হবে তাদের।
অপরদিকে সৌরভ, পন্টিংয়ের দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্টের মাঝপথে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল। ইশান্ত শর্মারা আজও বোলিংটা মন্দ করেননি। কিন্তু গোটা টুর্নামেন্টের যা তাদের ভুগিয়েছে সেই ব্যাটিং আজ আবার তাদের গলার কাঁটা হয়ে দাঁড়ালো। ৬৯-০ থেকে মাত্র ৪ ওভারের মধ্যে তারা ৮৮-৬ হয়ে যায় ওয়ার্নার-সল্টের ওপেনিং জুটি ভাঙার পরেই।
অধিনায়ক ডেভিড ওয়ার্নার আগ্রাসী ব্যাটিং করে ২৬ বলে ৫৪ রান করে তার পরের বলেই হরপ্রীত ব্রারের শিকার হন। ওয়ার্নার ফিরে যাওয়ার পরের বলেই অক্ষর প্যাটেলকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়ে দেন ব্রার। ওখান থেকেই ধীরে ধীরে দিল্লির ম্যাচে হারিয়ে যাওয়া শুরু। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ব্রার ভাঙেন দিল্লির মেরুদন্ড।
তাদের মিডল অর্ডার রাহুল চাহার ও হরপ্রীতের স্পিনের কোনও কুলকিনারা খুঁজে পায়নি। এরপর প্রবীণ দুবে এবং আমন খান একটি ছোট পার্টনারশিপ করে কিছুটা আশা দেখাচ্ছিলেন বটে, কিন্তু তাদের দুজনকেই ড্রেসিংরুমে ফিরিয়ে দিল্লির হার নিশ্চিত করে দেন অজি পেসার ন্যাথান ইলেশ। শিখর ধাওয়ান তাকে কেন রাবাডার বদলে নিয়মিতভাবে সুযোগ দিয়ে চলেছে প্রথম একাদশে তা আজকে প্রমাণ করে দেন তিনি।
এর আগে প্রথম ইনিংসে একক লড়াই করে ৬৫ বলে ১০টি চার ও ৬টি ছক্কা সহ ১০৩ রানের ইনিংস খেলে দলকে ১৬৭ রানের স্কোর তুলতে সাহায্য করেছিলেন ওপেনার প্রভসিমরণ। তার ওই ইনিংসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা দিল্লির ব্যাটিংয়ের সময় আরো একবার বোঝা গেল। গোটা মরশুম জুড়ে এই হতশ্রী পারফরম্যান্সের পরে আর সৌরভ বা পন্টিংকে দলের দায়িত্বে রাখা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।