আজীবনের সদস্য পদ পেয়েও ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তুললেন না সলমান খান! জানুন কেন…

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের সমর্থকদের একটা বড় অংশ পরবর্তী মরশুমের চিন্তায় ভুগলেও আপাতত ক্লাব কর্মকর্তারা শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে গতকাল ১৩ই মে “হোয়াটস ইন ডি নেম”-এর প্রযোজনায় ইস্টবেঙ্গল ক্লাব মাঠে দ্য-ব্যাং, দ্য ট্যুর – রিলোডেড ( DA-BAANG, The Tour – Reloaded) নামক মেগা মিউজিক্যাল ডান্স শো সফলভাবে সম্পূর্ণ করে বেশ স্বস্তি পেয়েছেন। বলিউড মহাতারকা সলমান খান (Salman Khan) ছিলেন এই অনুষ্ঠানের মূল আকর্ষণ।

এছাড়া বলিউডের আরও এক ঝাঁক উজ্জ্বল সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রনধাওয়া, আয়ুশ শর্মা, পূজা হেগরে, কামাল খান এই অনুষ্ঠানে পারফর্ম করেন। তবে সকলের মধ্যেও আলাদা করে উজ্জ্বল ছিলেন সালমানই। তার টানা ৩ ঘন্টার এনার্জেটিক পারফরম্যান্স তার ভক্তদের মুগ্ধ করেছে।

তারপরে ওই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত করে বলিউডের ভাইজনকে। লাল হলুদ উত্তরীয়, বিশেষ ভাবে ডিজাইন করা ক্লাবের শতবর্ষের কয়েন, সলমান খানের পছন্দের ২৭ নম্বরের জার্সি দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এছাড়া ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে তাকে আজীবন সদস্য কার্ডের মাধ্যমে সম্মানিত করা হয়।

অনেকেই মনে করছেন কলকাতার বুকে সম্প্রতি এমন কোনও বড় মাপের এন্টারটেইনমেন্ট শো হলো। তবে সলমানকে যখন ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তোলার অনুরোধ করা হয়, তখন তিনি সেই অনুরোধ বিনীতভাবে প্রত্যাখ্যান করেন। টানা কয়েক ঘন্টা পারফরম্যান্সের পর ঘেমে হাঁপিয়ে উঠেছিলেন তিনি। ওই অবস্থায় লাল হলুদ জার্সি গায়ে তোলা উচিত বলে মনে করেননি তিনি।

ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী সমিতির সদস্যবৃন্দদের মধ্যে ক্লাবের সহ সচিব রূপক সাহা, কার্যকরী সমিতির সদস্য দেবব্রত সরকার, ডাঃ শান্তি রঞ্জন দাসগুপ্ত, রজত গুহ, সদানন্দ মুখার্জি, দীপঙ্কর চক্রবর্তীরা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে। কলকাতার দর্শকদের ব্যবহার মন ছুঁয়ে গিয়েছে সলমানের। আগামী নভেম্বরে ফিল্ম ফেস্টিভ্যালের ওপেনিংয়ে উপস্থিত থাকার চেষ্টা করবেন, এমনটা কথা দিয়ে গিয়েছেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর