বাংলা হান্ট ডেস্কঃ চাকরিপ্রার্থীদের বড় জয়! হরিশ মুখার্জি রোডে হ্যারিকেন মিছিল করতে চেয়ে গত সপ্তাহে আদালতের দ্বারস্থ হয়েছিলেন গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা (Group D candidates)। এদিন সেই মিছিলের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি উঠলে তিনি নির্দেশ দেন, শহিদ মিনার থেকে হরিশ মুখার্জি রোড হয়ে কালীঘাট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল (Hurricane Rally) করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
গত বছর থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে ধুন্ধুমার দশা রাজ্যে। চাকরির দাবিতে বহুদিন থেকে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। এরই মধ্যে আগামী ১৭ মে সন্ধ্যায় হ্যারিকেন মিছিল করতে চেয়ে আবেদন জানান গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা। তবে রাজ্য পুলিশ তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। এরপরই আদালতের দ্বারস্থ হন সেই তারা। আর সেখানেই মিললো অনুমতি।
এদিন মামলার শুনানিতে বিচারপতি জানান, শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে পারবেন সেই সকল চাকরিপ্রার্থীরা। তবে চাপানো হয়েছে কিছু শর্ত। বিচারপতির নির্দেশ, হরিশ মুখার্জি রোডের ৮০ শতাংশ ছেড়ে মিছিল নিয়ে এগোতে হবে। যাতে যানবাহন যাতায়াতে কোনো সমস্যা না হয় সেজন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, শান্তিপূর্ণ মিছিল করতে হবে চাকরিপ্রার্থীদের। সেখানে কোনোরূপ উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও নির্দেশ বিচারপতির। দু’টি লাইনে ভাগ করে মিছিল নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের।
এদিন এই বিষয়ে চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তভ বাগচী জানান, ওই রুটে হ্যারিকেন নিয়ে প্রায় ৬০০ গ্ৰুপ-ডি চাকরিপ্রার্থী মিছিল করবেন। উল্লেখ্য, কিছুদিন আগেই গত ৬ মে কলকাতার রাজপথে মহামিছিলে নেমেছিলেন ডিএ আন্দোলনকারীরা। আর এবার মিছিলের ডাক দিলেন গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা।